ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে অনুষ্ঠিত কচুুয়া উপজেলা চেয়ারম্যান পদে হেভিওয়েট প্রার্থীদের পিছনে ফেলে দিয়ে তরুণ নেতৃত্বে এগিয়ে আসা বর্তমান ভাইস চেয়ারম্যান জনগণের চাপে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় মাহবুব আলম বিপুল ভোটে জয়লাভ করেছে। তিনি টেলিফোন প্রতীকে ৩৪ হাজার ৪শ ৩০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান চেয়ারম্যান শাহজাহান শিশির কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৫শ ৮৪ ভোট।
বুধবার, ৫জুন সাড়ে ১০টায় বেসরকারি ভাবে এই ফলাফল ঘোষনা করেন সহকারি রিটানিং কর্মকর্তা মোহাম্মদ আবদুল বারিক। এইদিকে সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার ১শ ১০টি কেন্দ্রে ভোট প্রদান করেন ভোটাররা।
কচুয়া উপজেলা সহকারি রিটানিং কর্মকর্তা মোহাম্মদ আবদুল বারিক প্রতিদিনের নিউজ কে বলেন, সুষ্ঠ ও সুন্দর পরিবেশে ইভিএম পদ্বিতিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। মহিলা ভাইস চেয়ারম্যান পদে জোস্না আক্তার ফুটবল প্রতিক নিয়ে ২৭ হাজার ২শ ২৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী পারভীন আক্তার প্রজাপকি প্রতিকে ২৩ হাজার ৪শ ২৬ ভোট পেয়েছেন।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মো. শাহজালাল উড়োজাহাজ প্রতিকে ৪৪ হাজার ৮শ ৯৯ ভোট পেয়ে জয় লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো. রাকিবুল হাসান তালা প্রতিকে ৪২ হাজার ৮শ ৮৭ ভোট পেয়েছেন। প্রতি ইউনিয়নে ১ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান টিম ছিল। নির্বাচনে পুলিশ, র্যাব, বিজিবিসহ আইন-শৃঙ্খলা বাহিনী নিরলস ভাবে মাঠে কাজ করেছেন।
উপজেলা মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৩০ হাজার ৫শত ২৫ জন। তন্মধ্যে ১লক্ষ ২ হাজার ৭শ ৩ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। ভোটের শতকরা হার প্রায়৩১.০৭%।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না