আগামী দিনের আন্দোলন সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: মাজেদুল ইসলাম
- আপডেট সময় : ০৮:৩১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪
- / ১০২
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম বলেন, আজকে অমাদের ওয়াদা ও সপথ নিতে হবে, এই সরকারের অত্যাচা, নির্যাতন থেকে পরিত্রাণ পেতে হবে। আগামী দিনের দেশনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে আন্দোলন কর্মসূচির ঘোষণা দিবেন, আমরা সেই আন্দোলন কর্মসূচিগুলো পালন করবো।
আমাদের সপথ নিতে হবে আাগামী দিনের আন্দোলন সংগ্রামে সবাই কে ঐক্যবদ্ধ থাকতে হবে। মঙ্গলবার (৪ জুন) সকালে সিদ্ধিরগঞ্জের গোদনাইল আরামবাগ এলাকায় ১০ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাৎ বাষির্কী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, এই দেশ স্বাধীনতার ঘোষণা যিনি দিয়েছেন, যিনি সম্মুখ যুদ্ধে যুদ্ধ করেছেন, সেই শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে আমি তার রুহের মাগফেরাত কামনা করছি। আমাদের চেয়ারর্পাসন তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং তার মুক্তি কামনা করছি।
আমাদের প্রানপ্রিয় নেতা নারায়ণগঞ্জ ৪-আসনের সাবেক এমপি, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়স উদ্দিন সাহেবে মুক্তি কামনা করছি এবং তার জন্য দোয়া করছি।
১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিস সিকদারের সভাপতিত্বে ও তাজুল ইসলামেরে পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি ডি,এইচ,বাবুল, যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, শ্রম-বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, সদস্য ইউসুফ মিয়া, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক রেজাউল, ১০ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি জিয়াদুল ইসলাম, জামাল প্রধান, মোক্তার হোসেন, আমির হোসেন, কোষাধ্যক্ষ আব্দুল রাজ্জাক সিকদার, মোহাম্মদ মানিক, প্রচার সম্পাদক জসিম মিয়া, নজরুল ইসলাম, শেখ ফরিদ, শাকিল, সুহিল, নুর আলম, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সভাপতি এ.কে,হিরা, যুবদল নেতা মিন্টু ও ১০ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আবির প্রমূখ।