চাটখিলে ধর্ষন মামলার আসামীকে ৮দিনেও পুলিশ গ্রেফতার করতে পারেনি
- আপডেট সময় : ০৮:০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪
- / ৭১
চাটখিল পৌর বাজারের নাইট গার্ড মো. মিলনের মেয়ে চাটখিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীকে স্কুল থেকে বাড়িতে যাওয়ার পথে দশানী টবগা খাদুয়া বাড়ির আবদুল মান্নানের ছেলে রিফাত হোসেন (২১) জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষন করার অভিযোগে থানায় মামলা হয় গত মঙ্গলবার (২৮ মে)। মামলা হওয়ার ৮দিন পার হয়ে গেলেও পুলিশ মামলার প্রধান আসামি রিফাত হোসেন কে গ্রেফতার করতে পারেনি।
ভিকটিমের বাবা মিলনের থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ মে (বৃহস্পতিবার) মিলনের মেয়ে স্কুল ছুটির পর বাড়িতে যাওয়ার পথ থেকে রিফাত তাকে চাটখিল পৌর শহরের মিজি বাড়ির সামনে থেকে জোরপূর্বক সিএনজি গাড়িতে তুলে কালিতলা বাজারে নিয়ে যায়। পরে কালিতলা বাজারের আলমের দোকানের ভিতরে খাটের উপর ঐ শিক্ষার্থীকে রিফাত তার সহযোগিদের সহায়তায় ধর্ষন করে। পরবর্তীতে ভিকটিম বাড়িতে এসে পরিবারকে জানালে মিলন থানায় অভিযোগ করে।
পুলিশ ঐ অভিযোগ আমলে নিয়ে গত মঙ্গলবার (২৮ মে) নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে। মিলন দাবি করছে সে একজন নাইট গার্ড। গরিব মানুষ হিসেবে পুলিশ কে টাকা-পয়সা দিতে না পারায় পুলিশ আন্তরিকভাবে কাজ করছে না। প্রসঙ্গ টেনে মিলন বলেন, অথচ চাটখিল মহিলা কলেজের এক শিক্ষার্থীকে এক পল্লী চিকিৎসক ধর্ষন করছে মৌখিক অভিযোগের সাথে সাথে পুলিশ ঐ পল্লী চিকিৎসক কে গ্রেফতার করেছে। গ্রেফতার করার পর ঐ শিক্ষার্থীর মায়ের লিখিত অভিযোগ নিয়ে পল্লী চিকিৎসক কে কারাগারে প্রেরণ করা হয়। কারণ সেখানে ভিকটিমের পক্ষে কলেজের শিক্ষকগণ অবস্থান নিয়েছে।
চাটখিল থানার ওসি (তদন্ত) বিমল কর্মকার জানান, রিফাত হোসেনের নামে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। তবে রিফাত পলাতক থাকায় তাকে গ্রেফতার করা যায়নি। তাকে গ্রেফতারের প্রচেষ্টা চলছে।