চুয়াডাঙ্গায় পুলিশ কর্তৃক সাংবাদিক লাঞ্চিত ঘটনায় দর্শনা প্রেস ক্লাবে নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত ৯টায় দর্শনা প্রেস ক্লাব ভবনে প্রেস ক্লাবের সভাপতি মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশ কর্তৃক ডিবিসি টেলিভিশনের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি ও চুয়াডাঙ্গা জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিম ও তার ক্যামেরাম্যানের লাঞ্চিত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক নেতারা বলেন সাংবাদিকতা হচ্ছে একটি মহান পেশা। আর এই পেশায় কাজ করতে হলে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের বিকল্প নেই। সেই সংবাদ পরিবেশনের জন্য যদি এমন লাঞ্ছিত, হামলার শিকার হতে হয় তা খুবই দুঃখজনক।
এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ-সভাপতি কামরুজ্জামান যুদ্ধ, যুগ্ম-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগাঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান কচি, দপ্তর সম্পাদক ইমতিয়াজ আহমেদ রয়েল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান, তথ্য প্রযুক্তি সম্পাদক আবিদ হাসান রিফাত, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাজিব মল্লিক, কোষাধ্যক্ষ মাসুম বিল্লাহ। কার্যনির্বাহী সদস্য-সাবেক সভাপতি মনিরুজ্জামান ধীরু, আওয়াল হোসেন, চঞ্চল মেহমুদ। সাংবাদিক সমিতির সভাপতি ইকরামুল হক পিপুল, সহ-সভাপতি মাহমুদ হাসান রনি, সাধারণ সম্পাদক মো.ওসসান আলী, সাংগঠনিক সম্পাদক হাসমত আলী, দপ্তর সম্পাদক সুকমল চন্দ্র দাস বাঁধন, কোষাধ্যক্ষ আব্দুল হান্নান,সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাব্বির আলীম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জামান তারিক,সদস্য এফএ আলমগীর, ফরহাদ হোসেন প্রমুখ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না