নারায়ণগঞ্জ জেলা মৎসজীবীদলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন
- আপডেট সময় : ০৮:৩১:২২ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪
- / ১৮০
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা মৎসজীবীদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ জুন) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লায়, জেলা মৎসজীবীদলের আলোচনা, দোয়া মাহফিল ও তবারক বিতরন অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা মৎসজীবীদলের সভাপতি এইচ এম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মৎসজীবীদলের সদস্য সচিব আব্দুর রহিম।
প্রধান বক্তার বক্তব্য রাখেন জাকির খাঁন মুক্তি পরিষদ নেতা মো. ফরিদ আহম্মেদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মৎসজীবী দলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক পাটোয়ারী, ঢাকা মহানগর দক্ষিণ মৎসজীবী দলের আহ্বায়ক মো. শাহ আলম, জাকির খাঁন মুক্তি পরিষদ নেতা মো. সলিমুল্লাহ করিম সেলিম।
আরো বক্তব্য রাখেন, মুন্সিগন্জ জেলা মৎসজীবী দলের সভাপতি হাজী মো. আনোয়ার, ঢাকা মহানগর মৎসজীবী দলের সদস্য সচিব হাজী একেএম সোহেল রানা, জাতীয়তাবাদী মৎসজীবী দলের সদস্য মো. মাহাবুব শিকদার, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লিংকন খাঁন, নারায়ণগঞ্জ জেলা মৎসজীবী দলের সিনিয়র সহ-সভাপতি মুন্সী মোঃ শাহজালাল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল আমিন হৃদয়, দপ্তর সম্পাদক আদনান ইব্রাহিম, জাকির খাঁন মুক্তি পরিষদ নেতা পারভেজ মল্লিক। এছাড়া আরও অনেক নেতা কর্মী বক্তব্য রাখেন।
আলোচনা শেষে মিলাদ মাহফিল, দোয়া করা হয় পরে সাধারণ মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, সরকার বিরোধীদলের নেতাকর্মীদের উপর জুলুম, নির্যাতন করছে। নেতাকর্মীদের নামে মিথ্যে মামলা দিয়ে হয়রানি করছে। সরকার এতকিছুর পরও বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের মনবল ভাঙতে পারেনি। বিএনপি হলো জনগণের দল। আজ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য দিশেহারা হয়ে গেছে। এই সরকারের পায়ের নিচে মাটি নেই তাই তারা যা ইচ্ছে তাই করে যাচ্ছে। আগামীদিনে সবাইকে সাথে আন্দোলনের মাধ্যমে এই সরকারকে ক্ষমতা থেকে নামানো হবে। সেই আন্দোলন সংগ্রামে সকলকে শরিক হওয়ার আহবান জানান তারা।