দেশে ফিরেই শুটিং নিয়ে ব্যস্ত জনপ্রিয় অভিনেত্রী হিমি
- আপডেট সময় : ০৭:১৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪
- / ১২৯
সময়ের জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গেল ঈদুল ফিতরে নাটকের কাজ শেষ করে প্রথমবারের মতো পরিবার নিয়ে কানাডায় ঈদ করতে যান এ অভিনেত্রী। সেখানে ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন গত ১২ মে। পরদিন থেকেই করছেন টানা শুটিং। এবারের ঈদুল আজহায়ও থাকছে তার ২০টির মতো নাটক, দেশে ফিরে এমনটাই জানালেন হিমি।
হিমি বলেন, ছুটি কাটিয়ে দেশে ফিরেছি মের ১২ তারিখ। এরপর ১৩ তারিখ থেকেই নাটকের শুটিং শুরু করেছি। চলছে টানা কাজ, যা চলবে জুনের ১৬ তারিখ পর্যন্ত। সবই ঈদের নাটক। টানা ব্যস্ততার কারণ দীর্ঘ সময় দেশের বাইরে থাকা।
ঈদের পরও হিমির নাটকের শুটিং থাকবে। খুব বেশি সময় পরিবারকে এবার আর দেওয়া হবে না। এমনটা জানিয়ে তিনি বলেন, দেশে না থাকায় কাজ বেড়ে গেছে। এখন শুটিংয়ের বাইরে একদমই সময় পাচ্ছি না। রাত-দিন শুটিং করছি। ঈদের আগে চাঁদরাত পর্যন্ত কাজ চলবে। এরপর কিছু নাটকের শুটিং ঈদের তৃতীয় দিন থেকে শুরু হবে, যেগুলো ঈদের ষষ্ঠ-সপ্তম দিন প্রচার হবে। তাই বোঝাই যাচ্ছে কেমন ব্যস্ত শিডিউল যাচ্ছে আমার। আশা করছি এবারের ঈদেও ২০টির মতো নাটক দর্শকদের উপহার দিতে পারব। এদিকে চার বছর পর জুটি বেঁধে অভিনয় করলেন সালমান মুক্তাদির ও জান্নাতুল সুমাইয়া হিমি।
আসন্ন ঈদে তাদের নতুন একটি নাটক প্রচার হবে। নাটকের শিরোনাম ‘আমি প্রেমিক হতে চাই’। এটি পরিচালনা করছেন জিয়াউদ্দিন আলম। এ ছাড়া এবারও অভিনেতা নিলয় আলমগীরের বিপরীতে বেশ কিছু নাটকে জুটি বাঁধতে দেখা যাবে হিমিকে।