দামুড়হুদায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ
- আপডেট সময় : ০৬:৫৩:০১ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪
- / ৮৯
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ৩ জুন বেলা সাড়ে ১১ টায় দামুড়হুদা উপজেলা পরিষদের আয়োজনে উপজেলার বঙ্গবন্ধু চত্ত্বরে এই অভ্যর্থনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলী মুনছুর বাবু সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ হাজী মো.আলী আজগার টগর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা নির্বাহি অফিসার রোকসানা মিতা।
উপজেলা সমাজসেবা অফিসার তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে এসময় বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো.আলী মুনছুর বাবু, ভাইস চেয়ারম্যান শফিউল কবীর ইউসুফ, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খাতুন, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্টা, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হযরত আলী, উপজেলা কৃষি অফিসার শারমিন সুলতানা, উপজেলা মুক্তিযুদ্ধো যাচাই বাছাই কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী।
এছাড়া উপস্থিত ছিলেন, দর্শনা নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফ, কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম হাবিবুল্লাহ বাহার, কেরু এন্ড কোম্পানির সাবেক মহা ব্যবস্থাপক ( প্রশাসন) মো.শাহাবুদ্দিন, কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল করিম বিশ্বাস। সংবর্ধনা অনুষ্ঠানে এমপি, উপজেলা প্রশাসন ও নবনির্বাচিত চেয়ারম্যান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ
রপর চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী মো.আলী আজগার টগরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, দামুড়হুদা উপজেলা নির্বাহি অফিসার রোকসানা মিতা, নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান দামুড়হুদা উপজেলা বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি টগর বলেন, জনগণ ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করেছে। দামুড়হুদার উপজেলার সকল শ্রেণীর মানুষ তার প্রকৃত সেবা পাই তার জন্য আপনাদের কাজ করতে হবে। তাদের সেবা দিতে হবে।