আফজাল হোসেন চাঁদ :
যশোরের ঝিকরগাছায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন, অসুস্থ রোগীদের চিকিৎসা সেবা ও নিজেস্ব তহবিল থেকে হাসপাতালের ব্যবহারের জন্য ১০টি ফ্যান বিতরণ করেছেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য ডাঃ মো. তৌহিদুজ্জামান তুহিন।
এ সময় তিনি নিজে শিশুদের ভিটামিন এ’ ক্যাপসুল খাইয়ে ঝিকরগাছা উপজেলার এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন। শিশুদের নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে এসে ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানিয়ে বলেন, অন্ধত্ব রোধে ভিটামিন ‘এ’ ক্যাপসুল গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। এবছর সারাদেশে ৬ থেকে ১১ মাস বয়সি প্রায় ২৭ লাখ শিশুকে একটি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৯৫ লাখ শিশুকে লাল রঙের একটি ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। আপনারা আপনাদের শিশুদের ভিটামিন এ প্লাস খাওয়ান এবং সরকারের এই ক্যাম্পেইনকে স্বার্থক করে তুলুন।
শনিবার (১ জুন) সকাল ৯টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মো.রশিদুল আলম’র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালট্যান্ট (এনেসথেশিয়া) ডাঃ সুচিন্ত কৃষ্ণ দত্ত, কনসালট্যান্ট (মেডিসিন) ডাঃ মো. রফিকুজ্জামান, কনসালট্যান্ট (অর্থপেডিক) ডাঃ মো.কামরুজ্জামান, ডেন্টাল সার্জন ডাঃ মিনাক্ষী বিশ্বাস, মেডিকেল অফিসার ডাঃ পার্থ সারথি রায়, ডাঃ মেহেদী হাসান, হেলথ ইনসপেক্টর ফারুক হোসেন, পৌর ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর একরামুল হক খোকন, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, নার্স ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না