০৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
শিরোনাম:
শরণখোলায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
বাগেরহাট প্রতিনিধি :
- আপডেট সময় : ০৯:৩৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
- / ৮১
বাগেরহাটের শরণখোলায় পানিতে ডুবে সামিয়া আক্তার নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার, ৩০ মে বেলা দুইটার দিকে উপজেলার ধানসাগর ইউনিয়নের দক্ষিণ বাঁধাল গ্রামে এ ঘটনা ঘটে।
শিশুটির দাদি মায়া বেগম জানান, তার মা ঘরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সে বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে বাড়ির পুকুরে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত রাধেশ্যাম জানান ঘটনা শুনে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেন।এ ব্যাপারে পরিবার বা প্রতিবেশীদের কোন অভিযোগ না থাকায় শিশুটির লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।