আরিফ রববানী, ময়মনসিংহ:
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ কামাল আকন্দ পিপিএম (বার) ২০২২ সালের নভেম্বর মাসে গ্রেফতারী পরোয়ানা তামিল, নিয়মিত মামলার আসামি গ্রেফতার, মাদক উদ্ধার বিভিন্ন রাজনৈতিক সামাজিক অনুষ্ঠান সুষ্ঠু ভাবে সম্পাদন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে নির্বাচিত হয়েছেন। গত রবিবার (১৮ ডিসেম্বর) ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলার সকল থানার মধ্যে অফিসার ইনচার্জ কোতয়ালী মডেল থানা কে এ পুরষ্কারে ভূষিত করা হয়। এ প্রসঙ্গে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ কামাল আকন্দ জানান, কাজের স্বীকৃতি স্বরূপ প্রতিটি পুরষ্কার আনন্দের। আমার উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করে যাচ্ছি। শুধু পুরস্কারের আশায় নয়, জনগণের সেবক হিসেবে চাকরির বাকিটা জীবন কাটিয়ে দিতে চাই। ওসি শাহ কামাল আকন্দ এর আগে জেলা গোয়েন্দা শাখায় অফিসার ইনচার্জ হিসাবেও সততা ও সাফল্যের সাথে দায়িত্ব পালন করেও একাধিকবার পুরুষ্কৃত হয়েছে। পরে থানায় যোগদানের পর অপরাধ নির্মুলে ভূমিকা রাখায় একাধিকবার পুরস্কৃত হয়েছেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না