বাগেরহাটের কচুয়া উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে মামাতো ভাই হাজরা মশিউর রহমান (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত মশিউর হাজরাপাড়া গুচ্ছ গ্রামের মোঃ মাসুদের ছেলে। বুধবার (২৯ মে) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার হাজরাপাড়া গুচ্ছ গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
কচুয়া থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। ঘাতক বাইজিত শেখ (২০) কচুয়া উপজেলার হাজরাপাড়া গ্রামের এমতাজ শেখের ছেলে। গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাজরা মশিউর রহমাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মহসীন হোসেন জানান, হামলার ঘটনা শুনে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় পুলিশ ২জনকে আটক করে। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কচুয়া উপজেলার হাজরাপাড়া গ্রামের বায়জিত শেখের ছুরিকাঘাতে ও তার পরিবারের হামলায় তার আপন মামাতো ভাই নিহত হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না