চাঁদপুরের মতলব উত্তরে অনুমোতিহীন সোহেল ব্যাটারি কারখানার বিষাক্ত বর্জ্যে মাশাল্লাহ - আলহামদুলিল্লাহ খামারীর ৮ টি গরু গুরুতর অসুস্থ হয়েছে। এতে তার ১৭ লক্ষ্য টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গজরা ইউনিয়নের ডুবগি গ্রামে। এ বিষয়ে খামার মালিক লিটন থানা একটি অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ২৮ মে মঙ্গলবার বিকেলে ব্যাটারি কারখানা সংলগ্ন ক্ষেত থেকে ঘাস কেটে গরুকে দিয়েছে খামারী জসিম উদ্দিন লিটন। ঐ ঘাস খেয়ে অসুস্থ হয়ে গেছে ৮ টি গরু। গরুর অবস্থা খারাপ দেখে খামারেই ৩ টি গরু জবাই করে ও ৫ টি গরু কসাইর কাছে সল্প মূল্যে বিক্রি করে। এর আগেও একই কারনে কয়েকটি গরু মারা যাওয়ার কারনে কারখানাটি বন্ধ করে দেয়। সম্প্রতি আবার চালু করায় প্রভাব পরছে।
খামার মালিক জসিম উদ্দিন লিটন জানান, ৫ বছর ধরে খামার করছি। কোনদিন অসুবিধা হয়নি। এই প্রথম ব্যাটারি কারখানা সংলগ্ন ক্ষেত থেকে ঘাস খাওয়ানোর কারনে গরুগুলো অসুস্থ হয়েছে। এতে আমার ১৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। বাকী গরুগুলো নিয়ে চিন্তায় আছি। যদি ঐগুলোরও সমস্যা হয় তাহলে পথে বসা ছাড়া আর কোন উপায় থাকবে না।
এ দিকে কারখানা মালিক সোহেল বলেন, সামান্য পরিবেশ দূষণ হলেও হতে পারে। এ ছাড়া পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়া অন্য সকল কাগজপত্র আছে। যেহেতু মানুষের ক্ষতি হয় সেহেতু কারখানাটি বন্ধ করে দিবো।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র দাস বলেন, খবর পাওয়া পর আমি খামারে যাই। ঘাসের মধ্যে বিষাক্ত মিশ্রিত গ্যাস ছিল। যার কারনে গরুগুলো অসুস্থ হয়ে গেছে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন রনি বলেন, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না