ইউরিনাল ইনফেকশনের (প্রস্রাব সংক্রান্ত প্রদাহ) কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন আইন, বিচারক ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। গত বুধবার তিনি হাসপাতালে ভর্তি হন। এখন তার শারীরিক অবস্থা উন্নতির দিকে। শুক্রবার, ২৪ মে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আইনমন্ত্রী আনিসুল হক ইউরিনাল ইনফেকশন ও জ্বরের কারণে গত বুধবার মধ্যরাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন এবং এখন পর্যন্ত সেখানেই চিকিৎসাধীন।
বর্তমানে তিনি অনেকটাই সুস্থ রয়েছেন। সম্পূর্ণ সুস্থতায় তিনি সবার দোয়া কামনা করেছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য আনিসুল হক দ্বিতীয়বারের মতো আইনমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না