র্যাব পরিচয়ে টাকা ছিনিয়ে রূপগঞ্জে প্রাইভেটকার রেখে পালালো ছিনতাইকারীরা
- আপডেট সময় : ০৬:৩১:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪
- / ১২১
নারায়ণগঞ্জের আড়াইহাজারে র্যাব পরিচয়ে আব্দুল বাতেন মিয়া নামের এক সুতা ব্যবসায়ীর কাছ থেকে ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরে ধাওয়া করে রূপগঞ্জ থেকে ছিনতাইকারীদের ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়। বৃহস্পতিবার রাতে আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাল্লা এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ্য ব্যবসায়ীর বরাত দিয়ে পুলিশ জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টারদিকে আড়াইহাজারের কালীবাড়ী বাজারের মেসার্স সাকিব ট্রেডার্সের মালিক আব্দুল বাতেন ও তার মেয়ের জামাই রানা তাদের চালক সুমনকে নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে প্রাইভেটকার যোগে নিজ বাড়ী পাচরুখীর উদ্দেশ্যে রওয়ানা হয়। তারা উপজেলার পাল্লা নামক এলাকায় পৌছেলে একটি প্রাইভেটকার তাদের গতিরোধ করেন। এসময় তারা নিজেদের র্যাব পরিচয় দিয়ে তাদের অস্ত্রের জিম্মি করে ফেলে। একপর্যায়ে ছিনতাইকারীরা সবাইকে গাড়ী থেকে নামিয়ে গাড়ীতে থাকা নগদ ৫৫ লাখ টাকা নিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক ধরে রূপগগঞ্জে দিকে পালিয়ে যায়।
এসময় ব্যবসায়ীরা তাদের পিছনে ধাওয়া করলে রাত ১০ টারদিকে ছিনতাইকারীরা রূপগঞ্জে কাঞ্চন- রূপসী সড়কের গন্ধর্বপুর তালতলা এলাকায় সড়কের পাশে ছিনতাইকাজে ব্যবহৃত প্রাইভেটকারটি রেখে টাকাসহ পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে গাড়িটি জব্দ করেন। এসময় গাড়ীর ভিতর থেকে র্যাব লেখা একটি প্লেট ও ৪ টি বিভিন্ন নাম্বারের গাড়ীর প্লেট উদ্ধার করেন।
এব্যাপারে সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একটি গাড়ী জব্দ করেছে। র্যাব লেখা একটি প্লেট ও ৪ টি বিভিন্ন নম্বরের গাড়ীর প্লেট উদ্ধার করেছে। ছিনতাই হওয়া টাকা উদ্ধার ও এ ঘটনায় জড়িত দ্রুত গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে এএসপি আরো বলেন।
উল্লেখ্য গত ১৭ মে রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এলাকা থেকে পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ২২ লাখ টাকা ছিনতাইয়ে ঘটনা ঘটে। সেই ঘটনায়ও কোন অগ্রগতি করতে পারেনি পুলিশ।