নেত্রকোনার বারহাট্টা উপজেলা চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন, ভাইস চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন ও মহিলা ভাইস চেয়ারম্যান রুবি আক্তার (মিষ্টি) নির্বাচিত হয়েছেন।
গতকাল (২১ মে) মঙ্গলবার রাতে উপজেলার মোট ৪৯টি কেন্দ্রের ভোট গণনা পরবর্তী প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বেসরকারিভাবে তাদের নির্বাচিত ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ফারজানা আক্তার ববি।
এর আগে নির্বাচনের দিন সকাল ৮টা থেকে টানা বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত নির্বাচনে বারহাট্টা উপজেলায় বেসরকারি ঘোষিত ফলাফল অনুযায়ী চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীক নিয়ে কাজী সাখাওয়াত হোসেন ৪১ হাজার ১০০ শত ভোট পেয়েবেসরকারি ভাবে নির্বাচিত হয়ছেন। তিনি টানা ৩ বার (বর্তামান) বারহাট্টা সদর ইউনিয়নের চেয়ারম্যান এবং বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীক নিয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি পেয়েছেন ৩০ হাজার ৯ শত ২৯ ভোট।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মাইক প্রতীক নিয়ে উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন ৩৯ হাজার ৪০০ শত ৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়ছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফুজ্জামান (নয়ন ফকির) তালা প্রতীক নিয়ে পেয়েছেন ২৪ হাজার ২ শত ৭২ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে রুবি আক্তার (মিষ্টি) ২৪ হাজার ২ শত ভোট পেয়ে নির্বাচিত হয়ছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পদ্মফুল প্রতীক নিয়ে সন্ধ্যা রানী পেয়েছেন ১২ হাজার ৮ শত ১২ ভোট।
নব নির্বাচিত চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণ ভালবেসে যেভাবে আমাকে নির্বাচিত করেছিলেন। এবার উপজেলা নির্বাচনেও সাত ইউনিয়নের জনগণ আমাকে ভালবাসে নির্বাচিত করেছেন। তাদের প্রতি আমি কৃতজ্ঞ।
তিনি আরও বলেন, আগে আমি এক ইউনিয়নের জনগণের চেয়ারম্যান ছিলাম, বর্তমানে আমি সাত ইউনিয়নের জনগণের চেয়ারম্যান হলাম। সবার কাছে আমি দোয়া চাই- 'সবাই যেমন আমাকে ভালবেসে নির্বাচিত করেছেন, আমিও যেন সকলের আশা পূর্ণ করতে পারি'।
সহকারী রিটার্নিং অফিসার ও বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। নির্বাচনের সাথে যুক্ত সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না