উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ময়মনসিংহ সদর উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন উপজেলার ঘাগড়া ইউনিয়নের কৃতি সন্তান, ময়মনসিংহের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক বিশিষ্ট শিক্ষানুরাগী আওয়ামী লীগ নেতা ও সাবেক ছাত্রনেতা ওয়াহিদুজ্জামান মিলন।
তাঁর নির্বাচনী প্রতীক ছিল টিয়া পাখি। এই উপজেলায় ৭জন প্রার্থী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ওয়াহিদুজ্জামান মিলন পেয়েছেন ৩১হাজার নয় শত সতেরো ভোট। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী নাদিম মাহমুদ বই প্রতীক নিয়ে পেয়েছেন ২৩ হাজার ছিয়াত্তর ভোট।
মঙ্গলবার (২১ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ইফতেখার ইউনুস এই ফলাফল ঘোষণা করেন।
দায়িত্বরতরা জানান, ময়মনসিংহ সদর উপজেলায় এগারটি ইউনিয়নে ১০৩টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়েছে। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা তিন লাখ ১৫হাজার ৮০৭ । এর মধ্যে প্রদত্ত ভোটের সংখ্যা ১০৭০২৬ এক লক্ষ সাত হাজার ২৬ ভোট। তার মধ্যে ৩৮৩৬ তিন হাজার ৮শত ৩৬ ভোট বাতিল বলে গণ্য হয়ে বৈধ ভোটের সংখ্যা দাড়ায় এক লক্ষ তিন হাজার একশত ৯০ভোট। নির্বাচনে ময়মনসিংহ সদরে ভাইস চেয়ারম্যান পদটি ছাড়াও চেয়ারম্যান পদে ৫ জব, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন লড়েছেন ।
উপজেলা সহকারী রিটার্নিং অফিসার জানান, চেয়ারম্যান পদে দোয়াত কলম প্রতীকে আলহাজ্ব আবু সাঈদ পেয়েছেন ৪৪হাজার ৫৩০ ভোট এবং ঘোড়া প্রতীক নিয়ে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান আশরাফ হোসাইন পেয়েছেন ৪০ হাজার ৬৫১ভোট। বেসরকারি ফলাফলে আলহাজ্ব আবু সাঈদ বিজয়ী হয়েছেন। এর আগে ভাইস চেয়ারম্যান পদে ফলাফল ঘোষণা করা হয়।এতে ওয়াহিদুজ্জামান মিলনকে বিজয়ী ঘোষণা করেন তিনি।ঘোষণার সাথে সাথেই উল্ল্যাসে শ্লোগানে মেতে উঠেন তার কর্মীসমর্থকরা। আবার কেউ প্রিয় নেতাকে গলায় মালা পড়িয়ে ও ফুলের তোড়া ধড়িয়ে দিয়ে অভিনন্দন জানান।
বিজয়-পরবর্তী অনুভূতি জানিয়ে ওয়াহিদুজ্জামান মিলন বলেন, সদর উপজেলাবাসী ও টিয়া পাখির প্রতীকের সমর্থকদের দেখভাল করার দায়িত্ব আমার কাঁধে পড়ল।’ তাঁর সব সমর্থক, ভোটার সর্বোপরি কর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘শান্তির মধ্য দিয়ে সদর উপজেলা বাসীকে নিয়ে আমরা ভালো থাকতে চাই এবং এই উপজেলার সব নাগরিককে ভালো রাখার চেষ্টা করব। এর আগেও ওয়াহিদুজ্জামান মিলন জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রার্থী হয়েও সামান্য ভোটে পরাজিত হন। তবে উপজেলার বিভিন্ন এলাকায় সামাজিক ও ধর্মীয় অবকাঠামো উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন।
সাধারণ ভোটারদের ভাষ্য মতে- ওয়াহিদুজ্জামান মিলন একজন দক্ষ ও মেধাবী রাজনৈতিক নেতা,যিনি তার মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে উপজেলাকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সুখী-সমৃদ্ধ দেশের অন্তর্ভুক্ত একটি আধুনিক ও উন্নত এলাকা উপহার দিতে সক্ষম হবেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না