ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত নির্বাচনে নেত্রকোনা জেলার নেত্রকোনা সদর, বারহাট্টা, পূর্বধলাসহ ৩ উপজেলাতেই জয়ী হয়েছেন নবীন প্রার্থীরা।
নেত্রকোনার ৩ উপজেলার মধ্যে নেত্রকোনা সদর উপজেলা থেকে মারুফ হাসান খান অভ্র, বারহাট্টা উপজেলা থেকে কাজী সাখাওয়াত হোসেন ও পূর্বধলা উপজেলা থেকে এটিএম ফয়জুর সিরাজ জুয়েল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বারহাট্রা উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে ৪২ হাজার ১০০ ভোট পেয়ে কাজী সাখাওয়াত হোসেন নির্বাচিত হয়ছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খায়রুল কবীর খোকন পেয়েছেন ৩০ হাজার ৯২৯ ভোট।
এছাড়া পূর্বধলা উপজেলায় মোটরসাইকেল প্রতীক নিয়ে ৪৬ হাজার ৩২২ ভোট পেয়ে এটিএম ফয়জুর সিরাজ জুয়েল নির্বাচিত হয়ছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসাদুজ্জামান পান ৩৬ হাজার ৮ টি ভোট।
রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিজ্জামান জানান, নেত্রকোনা সদর উপজেলায় হেলিকপ্টার প্রতীক নিয়ে মারুফ হাসান খান অভ্র ৩৮ হাজার ৩৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়ছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম হোসেন খান পাঠান বিমল পেয়েছেন ৩৩ হাজার ৩৯৪ ভোট।
নির্বাচিত চেয়ারম্যানদের মধ্যে নেত্রকোনা সদর উপজেলার মারুফ হাসান খান অভ্র জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বারহাট্টা উপজেলার কাজী সাখাওয়াত হোসেন টানা ৩ বার নির্বাচিত বারহাট্টা সদর ইউনিয়নের বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পূর্বধলা উপজেলার ফয়জুর সিরাজ জুয়েল জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না