ঝিকরগাছায় সেবা সংগঠনের আলোচনা সভা, ক্যাপ ও পুল প্রতিযোগিতায় ক্রেস বিতরণ
- আপডেট সময় : ০৭:১১:১৮ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪
- / ৯৪
যশোরের ঝিকরগাছার স্বেচ্ছাসেবী সংগঠন সেবার উদ্যোগে আলোচনা সভা, শ্রমজীবী মানুষের মাঝে ক্যাপ ও দেশের সর্বস্তর থেকে স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে অনলাইনে পুল প্রতিযোগিতায় ৩টি প্রতিষ্ঠানকে ক্রেস বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টার আয়োজনে প্রধান অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) বিএম কামাল হোসেন ভুঁইয়া। এসময় তিনি তার বক্তব্যে বলেন, ঝিকরগাছা উপজেলা এলাকায় সমাজের উন্নয়ন মূলক কর্মকান্ডে সর্বসময় আমাকে আপনাদের পাশে পাবেন।
তিনি আরো বলেন, সমাজে এমন ছোট ছোট যে সংগঠন গুলো আছে যারা নিজের খেয়ে বনের মহিষ তাড়িয়ে অন্যের বিপদে এগিয়ে আসে আমি সর্বদা তাদেরকে আমার ব্যক্তিগত ভাবে সহযোগিতা করে সামনের দিকে এগিয়ে চলতে চাই। আজ ঝিকরগাছার সেবা সংগঠন যে আয়োজন করছে সেটা সত্যিই প্রশংসাযোগ্য।
অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী সংগঠন সেবা ও ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার আশারাফুজ্জামান বাবুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সেবা সংগঠনের উপদেষ্টা তফিকুল ইসলাম স্বপন, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা আঃ জলিল, স্বেচ্ছাসেবী সংগঠন সেবার অর্থ বিষয়ক সম্পাদক ও ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, কবি ও ছড়াকার টিপু সুলতান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাউর রহমান, আঙ্গারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, সাদা মনের মানুষ সায়েদ আলী, জুয়েলারি দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী, হাড়িয়াদেয়াড়া সেবা সংঘের সভাপতি হুমায়ুন কবির মুন্না, ফ্রেন্ড সার্কেল ব্লাড ডোনার ফাউন্ডেশনের সভাপতি রেজওয়ান আহমেদ রিফাত, সেবা সংগঠনের রক্তদান শাখার টিম লিডার প্রিন্স কবীর, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ সভাপতি মহাসিন আলম, সহ সভাপতি বিএম সাগর হোসাইন, যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন মোড়ল, প্রচার সম্পাদক সুজন মাহমুদ, সহ প্রচার সম্পাদক মিঠুন সরকার, অর্থ সম্পাদক মাসুম বিল্লাহ, তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুর রহমান, সদস্য রেজোয়ান কবির, শাকিল হোসেন, সাব্বির শাওন, মাসুদ হোসেন, আব্দুল জব্বার (পারবাজার) সহ আরো অনেকে।
উল্লেখ্য, সেবা ও বর্ণিল সমাজকল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে ক্যাপ বিতরণ ও সেবা সংগঠন কতৃক অনলাইনে পুল প্রতিযোগিতায় প্রথম হয়েছে মনিরামপুরের রাজগঞ্জের ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশন, দ্বিতীয় হয়েছে ঝিকরগাছার হাড়িয়াদেয়াড়া সেবা সংঘ এবং তৃতীয় হয়েছে নরসিংদীর স্বেচ্ছায় রেডি ডোনার প্লাটফর্ম বাংলাদেশ এর প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।