চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মো. নঈম হাসান জোয়ার্দার ঘোড়া প্রতীকে ৫০ হাজার ৭শ ৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজিজুল ইসলাম মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৮শ৩৩ ভোট। এছাড়া বর্তমান চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস আনারস প্রতীকে পেয়েছেন ১১হাজার ৭শ ০৭ ভোট।
অপরদিকে আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান পদে কেএম মঞ্জিলুর রহমান মোটরসাইকেল প্রতিকে ৩২হাজার ৯শ ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া মো.জিল্লুর রহমান ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৯হাজার ১শ ৪০ ভোট। এছাড়া বর্তমান চেয়ারম্যান দোয়াত-কলম প্রতীকের প্রার্থী আইয়ুব হোসেন পেয়েছেন ৫ হাজার ৮শ ২৯ ভোট।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না