রূপগঞ্জে পরিবহন চাঁদাবাজদের নিয়ে হাইওয়ে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:১৩:২৫ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪
- / ১১৪
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভূলতা হাইওয়ে পুলিশের ‘ওপেন হাউজ ডে’ পালিত হয়েছে আজ। সোমবার (২০ মে) উপজেলার ভূলতা হাইওয়ে পুলিশের ক্যাম্পের অফিসে এটি পালিত হয়।
হাইওয়ে পুলিশের কাছে পরিবহন মালিক ও শ্রমিকের সমস্যা তুলে না ধরে তাদের গোপন বৈঠক হয়।
অনুষ্ঠানের সফলতা থেকে গুঞ্জন সবচেয়ে বেশি হয়েছে এলাকায়। ভুলতা হাইওয়ে পুলিশের ক্যাম্পে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথিদের আসনে ভুলতা ষ্টান্ডের চাঁদাবাজ, আলম, আনোয়ার, ইসমাইল, রোমান, বাবুল, ইজিবাইক বাবুল, শফিউল্লাহ ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। আর এসব ছবি নিয়ে সাধারণ মানুষের মনে নানান গুঞ্জন শুরু হয়েছে।
সম্প্রতি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভূলতা হাইওয়ে পুলিশের ক্যাম্পে ওপেন হাউস ডে অনুষ্ঠানে সকল স্ট্যান্ডের চাঁদাবাজদের নিয়ে একটি গোপন বৈঠক করেন হাইওয়ে পুলিশের টিআই আলী আশরাফ মোল্লা।
এ বিষয়ে হাইওয়ে পুলিশের ক্যাম্পের টিআই আলী আশরাফ মোল্লা বলেন, আমরা ঘরোয়া ভাবে ওপেন হাউস ডে পালিত করেছি। তবে এ অনুষ্ঠানে কোনো সাংবাদিকদ সহ অন্যান্যদের দাওয়াত করি নাই। যাদের নিয়ে অনুষ্ঠান করা হয়েছে তারা চাঁদাবাজ কিনা তাও আমার জানা নেই।