মোরেলগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে নগদ অর্থ ও ডেউটিন বিতরণ
- আপডেট সময় : ১০:২০:১৭ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪
- / ১৩৯
মোরেলগঞ্জের পোলেরহাট বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের মাঝে নগদ অর্থ ও ডেউ টিন বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ মে ) বিকালে স্থানীয় সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ এর পক্ষ থেকে আগুনে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ১১জন ব্যবসায়ীকে ১বান্ডিল ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকা এবং আংশিক ক্ষতিগ্রস্ত ৫ জনকে নগদ ৩ হাজার টাকা করে প্রদান করা হয়।
এ সময়ে,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবের, থানা অফিসার ইনচার্জ মো.শামসুদ্দিন, দৈবজ্ঞহাটি ইউপি চেয়ারম্যান শামসুদ্দিন মল্লিক, আলী আক্কাস বুলু সহ স্থানীয় ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৬ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বৈদ্যুতিক সর্টসার্কিটের থেকে হঠাৎ অগ্নিকাণ্ডে ১১টি দোকান সম্পূর্ণ ও ৫ টি দোকান আংশিক ভাবে পুড়ে যায়। ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে ও স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।