১০:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

ভোটের সরঞ্জাম বিতরণ সম্পন্ন, অপেক্ষা শুধু ভোট

রিপন কান্তি গুণ, নেত্রকোনা :
  • আপডেট সময় : ০৮:২৪:৩১ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪
  • / ১০৮

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আগামীকাল (২১ মে) মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাওয়া ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে নেত্রকোনা সদর, পূর্বধলা ও বারহাট্টা উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বারহাট্টা উপজেলার সাত ইউনিয়নের ৪৯টি কেন্দ্রের ব্যালট পেপার ছাড়া ব্যালট বাক্সসহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

আজ (২০ মে) সোমবার সকাল ১১ টা থেকে ব্যালট পেপার ছাড়া ভোট গ্রহণের যাবতীয় উপকরণ সদর উপজেলা পরিষদ চত্বরের সহকারী রিটার্নিং কর্মকর্তার তত্ত্বাবধানে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় থেকে বিতরণ করা হয়েছে।

এসব নির্বাচনী সরঞ্জাম বিভিন্ন কেন্দ্রে দ্বায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তাগণ নিজ দ্বায়িত্বে গ্রহন করেন। পরে তাদের নির্ধারিত কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জিম্মায় সেসব মালামাল নির্বাচনের কাজে ব্যবহৃত গাড়িতে করে বিভিন্ন কেন্দ্রের উদ্যেশ্যে রওয়ানা হয়ে যায়।

সহকারী রিটার্নিং অফিসার বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি বলেন, সকাল আটটা থেকে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলবে বিকেল চারটা পর্যন্ত। বারহাট্টায় ৭ টি ইউনিয়নে মোট ৪৯টি ভোট কেন্দ্রে, মোট- ১,৫৮,১৩৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার- ৮১,০২৬ জন ও মহিলা ভোটার- ৭৭,১০৭ জন। ৪৯টি কেন্দ্রে ভোটের দিন ভোর ব্যালট পৌঁছে দেওয়া হবে।

নির্বাচনে জাল ভোট দেওয়ার কোনো সুযোগ থাকবে না জানিয়ে তিনি বলেন, ভোট কক্ষে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা পরিলক্ষিত হলে পোলিং এজেন্টরা সঙ্গে সঙ্গে সহকারী প্রিজাইডিং অফিসার ও প্রিজাইডিং অফিসারকে অবগত করবেন। তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন। শতভাগ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কোনো প্রার্থীর প্রভাব বিস্তারের সুযোগ থাকবে না।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, নির্বাচন করার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচন কেন্দ্রিক সহিংসতা রোধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করবে। ভোটগ্রহণের আগে কালো টাকার প্রভাব বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর টহল মাঠে থাকবে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

ভোটের সরঞ্জাম বিতরণ সম্পন্ন, অপেক্ষা শুধু ভোট

আপডেট সময় : ০৮:২৪:৩১ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আগামীকাল (২১ মে) মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাওয়া ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে নেত্রকোনা সদর, পূর্বধলা ও বারহাট্টা উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বারহাট্টা উপজেলার সাত ইউনিয়নের ৪৯টি কেন্দ্রের ব্যালট পেপার ছাড়া ব্যালট বাক্সসহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

আজ (২০ মে) সোমবার সকাল ১১ টা থেকে ব্যালট পেপার ছাড়া ভোট গ্রহণের যাবতীয় উপকরণ সদর উপজেলা পরিষদ চত্বরের সহকারী রিটার্নিং কর্মকর্তার তত্ত্বাবধানে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় থেকে বিতরণ করা হয়েছে।

এসব নির্বাচনী সরঞ্জাম বিভিন্ন কেন্দ্রে দ্বায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তাগণ নিজ দ্বায়িত্বে গ্রহন করেন। পরে তাদের নির্ধারিত কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জিম্মায় সেসব মালামাল নির্বাচনের কাজে ব্যবহৃত গাড়িতে করে বিভিন্ন কেন্দ্রের উদ্যেশ্যে রওয়ানা হয়ে যায়।

সহকারী রিটার্নিং অফিসার বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি বলেন, সকাল আটটা থেকে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলবে বিকেল চারটা পর্যন্ত। বারহাট্টায় ৭ টি ইউনিয়নে মোট ৪৯টি ভোট কেন্দ্রে, মোট- ১,৫৮,১৩৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার- ৮১,০২৬ জন ও মহিলা ভোটার- ৭৭,১০৭ জন। ৪৯টি কেন্দ্রে ভোটের দিন ভোর ব্যালট পৌঁছে দেওয়া হবে।

নির্বাচনে জাল ভোট দেওয়ার কোনো সুযোগ থাকবে না জানিয়ে তিনি বলেন, ভোট কক্ষে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা পরিলক্ষিত হলে পোলিং এজেন্টরা সঙ্গে সঙ্গে সহকারী প্রিজাইডিং অফিসার ও প্রিজাইডিং অফিসারকে অবগত করবেন। তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন। শতভাগ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কোনো প্রার্থীর প্রভাব বিস্তারের সুযোগ থাকবে না।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, নির্বাচন করার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচন কেন্দ্রিক সহিংসতা রোধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করবে। ভোটগ্রহণের আগে কালো টাকার প্রভাব বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর টহল মাঠে থাকবে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন