তারাকান্দায় বীর মুক্তিযোদ্ধা আশরাফ সরকারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া
- আপডেট সময় : ০৭:৪০:৩০ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪
- / ১০৩
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ফুলপুর-তারাকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম আশরাফ সরকার এর ২৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার (২০ মে) বিকেলে মিজান অটো রাইস মেইল প্রাঙ্গণে তারাকান্দা উপজেলা বিএনপির আয়োজনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সংক্ষিপ্ত আলোচনা সভায় স্মৃতি চারণ করে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
তারাকান্দা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আসাদুল হক মন্ডলেন সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও তারাকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান শামসুল হুদা, বিএনপি নেতা মোখলেছুর রহমান আকন্দ, আসাদুজ্জামান মন্ডল, শামিম তালুকদার, রাসেল মন্ডল, রাকিব তালুকদার ইবনে কাশেম মাষ্টার, নজরুল ইসলাম মাষ্টার, মোস্তাজুল খান, রাজ্জাক মাষ্টার, অব: সার্জেন্ট রফিকুল ইসলাম রফিক, দুলাল মেম্বার, ময়মনসিংহ উত্তর জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন আকন্দ, উত্তর জেলা যুবদলের যুগ্ম-সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক ও আবুল কালাম আজাদ, আজহারুল ইসলাম মন্ডল, তারাকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ছায়াদুল ইসলাম মন্ডল ও সদস্য সচিব আমির হাসান স্বপন, শ্রমিক দলেরর যুগ্ম-আহবায়ক ইসলাম উদ্দিন মেম্বার, উপজেলা ছাত্রদলের সদস্য মোবারক খান. কলেজ ছাত্রদলের সদস্য সচিব মামুন ফকির প্রমূখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।