মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় চাঁদপুর মতলব উত্তরের ফরাজীকান্দী ইউনিয়নে কয়েকটি বাড়িতে আগুন দিয়েছে মাদক ব্যবসায়ীরা। গত শনিবার রাত ও রবিবার বিকেলে কয়েকটি বাড়ীতে আগুন দেওয়ায় ঘটনা ঘটেছে। আগুনে সাবেক ইউপি সদস্যের ঘরসহ এলাকার অন্যান্য বাড়ী ঘর বাড়ী পুড়ে গেছে। এ ঘটনায় মতলব উত্তর থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ফরাজীকান্দী ইউনিয়নে চুরি, মাদক, কিশোর গ্যাং নির্মূলের বিরুদ্ধে গত ১৬মে বৃহস্পতিবার বিকেলে মানববন্ধন করেন বড় হলুদিয়া আর্দশ গ্রামবাসী।
মানব-বন্ধনের পরের দিন ফরাজীকান্দী ইউনিয়নের মাদক ব্যবসায়ী একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি মৃত মনির হোসেনের ছেলে ফারুক কে গ্রেফতার করে থানা পুলিশ।
সাবেক ইউপি সদস্য জাকির হোসেন জানান, মাদক ব্যবসায়ী ফারুকের আত্মীয়, রহমত উল্লাহ পাশা, মো. মোজাম্মেল সহ অজ্ঞাতনামা কয়েক জন মাদক ব্যবসায়ী বড় হলুদিয়া গ্রামে বাড়ীতে বাড়ীতে আগুন দিচ্ছে আমারও একটি ঘর পুড়িয়ে দিয়েছে। আমার বাড়ীতে সিসিটিভি ফুটেজে আগুন লাগানো চিত্র ধারন করা আছে। আমি জনপ্রতিনিধি এলাকার সকলের সার্থে মাদকের বিরুদ্ধে মানববন্ধনে বক্তব্য রেখেছি এটাই আমার অপরাধ। যার কারনে আমার কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করেছে মাদক ব্যবসায়ীরা, মানববন্ধনে যারা বক্তব্য রেখেছে তাদের সকলের বাড়ীতে আগুন দেওয়া হয়েছে, আমি সহ আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভোগছি।
আমি স্থানীয় সংসদ সদস্য ও মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করছি। এ ঘটনায় মতলব উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করেছি।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি বলেন, বাড়ী ঘরে আগুন দেওয়ার একটা অভিযোগ পেয়েছি, সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত করে একজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না