সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের (স্কুল শাখার) গভর্নিং বডি ২০২৪-২৬ দ্বি-বার্ষিক নির্বাচনে অভিভাবক প্রতিনিধি পদে আলহাজ্ব মো. কবির হোসেন পুনরায় বিপুল ভোটে নির্বাচিত হয়ে প্রথম স্থান অর্জন করেছেন।
শনিবার (১৮ মে সকাল) সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
পরে নারায়ণগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের প্রিজাইডিং অফিসার এস.এম আবু তালেব ভোট গণনা শেষে এই ফলাফল ঘোষণা করা করেন।
সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের (স্কুল শাখার) গভর্নিং বডি (২০২৪-২৬ এর দ্বি-বার্ষিক) অভিভাবক প্রতিনিধি পদে (ব্যালট নং ২) আলহাজ্ব মো: কবির হোসেন ৮০১ ভোট পেয়ে স্কুল শাখার গভর্নিং বডি প্রথম স্থান নির্বাচিত হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অভিভাবক প্রতিনিধি ব্যালট নং ১ আতিকুর রহমান ৩৫৬ ভোট পেয়ে স্কুল শাখার গভর্নিং বডি দ্বিতীয় স্থান নির্বাচিত হয়েছেন।
অভিভাবক প্রতিনিধি ব্যালট নং-৩ বদর উদ্দিন শেখ ২৬ ভোট পেয়েছেন। ব্যালট নং-৪ মো. সফিউল আলম সফি উল্লাহ ৪৯ ভোট পেয়েছেন। ব্যালট নং-৫ মো. সালাহউদ্দিন আহম্মেদ ৩৪৯ ভোট পেয়েছেন।
সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের (স্কুল শাখার) গভর্নিং বডি (২০২৪-২৬ এর দ্বি-বার্ষিক) অভিভাবক প্রতিনিধি ৫ জন প্রার্থীর মধ্যে ২ জন প্রার্থী স্কুল শাখার গভর্নিং বডি নির্বাচিত ঘোষনা হয়।
প্রসঙ্গত, সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের (স্কুল শাখার) মোট ভোটার সংখ্যা ২ হাজার ৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৭৪ ও নারী ভোটার ১ হাজার ১৩০ জন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না