কয়রায় ধান নিয়ে বাড়ি ফেরা হলো না: সড়কে প্রান কেড়ে নিলো ২ শ্রমিকের
- আপডেট সময় : ০৭:৪২:০১ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪
- / ১৫৯
জীবন যাপনের তাগিদে পরিবার পরিজনের মায়া ত্যাগ করে ধান কেটে ফিরে আসার পথে জীবন দিতে হলো কয়রার দুই শ্রমিকের। পরিবার পরিজনেরা অপেক্ষায় দিন গুনছেন কবে ফিরবে আমার ছেলে, স্ত্রী বসে আছে ভাত রেধে, সন্তানেরা অপেক্ষা করছে আমার আব্বু আজ ধান কেটে বাড়িতে আসবে এই প্রতীক্ষা নিয়ে ভাবতে ভাবতে হঠাৎ করে খবর আসলো ধান বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত হয়েছেন কয়রার দুই শ্রমিক। স্বজনদের আর বুঝতে বাকি নেই তাদের মধ্যে একজন হলো কয়রা উপজেলার বগা গ্রামের সাইদুল গাজী, অপরজন একই উপজেলার মাদারবাড়ীয়া গ্রামের মনিরুল ইসলাম।
ঘটনাটি ঘটেছে খুলনার তালায়। ধানবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়লে তারা ২ জন নিহত হয়। এ সময় আহত হয়েছেন আরও ৭ জন শ্রমিক। তারা সবাই ধান কাটার শ্রমিক ছিলেন বলে জানা গেছে।
শনিবার (১৮ মে) সকাল সাড়ে ৬টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের হরিশচন্দ্রকাটি সরদার বাড়ী বটতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- খুলনার কয়রা উপজেলার বগা গ্রামের তালেব গাজীর ছেলে সাইদুল গাজী (৪৪) ও মাদারবাড়ি গ্রামের তোফাজ্জেল সরদারের ছেলে মনিরুল ইসলাম (২৫)। সাতক্ষীরার তালায় ধানবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়।
আহত ধানকাটা শ্রমিক জাহিদুল ইসলাম জানান, কয়রা এলাকা থেকে তারা ১৩ জন শ্রমিক গোপালগঞ্জ এলাকায় ধান কাটতে যান। ধান কাটার মজুরি হিসাবে ২২ থেকে ২৩ মণ ধান পান তারা। সেসব ধান নিয়েই ট্রাকে বাড়ি ফিরছিলেন। আর পথে সড়ক দূর্ঘটনায় তাদের এমন মর্মান্তিক মৃত্য হয়।
স্থানীয়রা জানান, খুলনা-পাইকগাছা সড়কের দুই ধারে সম্প্রসারণের জন্য খুঁড়ে রাখার কারণে মূলত এই দুর্ঘটনা ঘটেছে।
তালা থানার ওসি জানান, দুর্ঘটনায় নিহত দুই জনের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।