১১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

২১মে রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন: শান্তিপূর্ণভাবেই চলছে প্রার্থীদের প্রচার প্রচারনা

মোহাম্মদ আলী, রামগঞ্জ :
  • আপডেট সময় : ১২:৫৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪
  • / ১৩১

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যতই দিন গড়াচ্ছে ততই জমে উঠেছে রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন। চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জনসহ ভোটের মাঠে রয়েছেন ১১ প্রতিদ্বন্ধী প্রার্থী।

দলীয় প্রতীকবিহীন নির্বাচন প্রার্থীদের জন্য কিছুটা বিভ্রতকর হলেও খুশি ভোটাররা। ভোটাররা চান, এ নির্বাচনে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার সর্বশেষ চেষ্টা অব্যাহত রাখার।

প্রার্থীরাও ভোটারদের বাড়ী বাড়ী দ্বারে দ্বারে যাওয়ার কারনে ভোটারদের মাঝে ভিন্নরকম আমেজ বিরাজ করছে বলে জানান উপজেলার বেশ কয়েকজন ভোটার।

নাওয়া খাওয়া ও ঘুম ভুলে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে প্রার্থীদের গণসংযোগ। দুপুর থেকে শুরু হয় ব্যাপক প্রচার প্রচারনা। প্রার্থীদের পক্ষে মাইকযোগে গান ও সুরের মুচ্ছনায় শহরবাসী কিছুটা বিরক্ত হলেও গ্রামের লোকজনের মাঝে নির্বাচনকে ঘিরে দেখা দিয়েছে উৎসাহের আমেজ।

রাইসুল আসাদ, রহিম মিয়া জানান, জাতীয় সংসদ নির্বাচনে আমাদের পছন্দের প্রার্থীর পক্ষে কাজ করতে গিয়ে বিভিন্ন হয়রানির শিকার হয়েছি। এ নির্বাচনে দলমত নির্বিশেষে উপজেলা পর্যায়ের বেশ কিছু নেতার আন্তরিক অংশগ্রহণে আমরাও মাঠে নেমেছি। আশা করছি আমরা জয়ী হবো। এক প্রশ্নের জবাবে তারা জানান, আমরা আশা করছি প্রশাসন ও পুলিশের আন্তরিকতায় একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আমরা দেখবো।

রামগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, আগামী ২১ মে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন। ১০২ ভোট কেন্দ্রে ২লাখ ৬৪হাজার ৬২৮জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

একটি পৌরসভা ও ১০টি ইউনিয়নের ১লাখ ৩৬হাজার ৬১০ জন পুরুষ ও ১লাখ ২৮ হাজার ১৮ জন মহিলা ভোটার রয়েছেন এ উপজেলায়।

এ নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আরাফাত (আনারস), উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু (হোন্ডা-মোটরসাইকেল) মোশাররফ হোসেন মশু (ঘোড়া) ও ফয়েজ বক্স বাবুল (দোয়াত-কলম)সহ ৪জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্ধী করছেন।

তবে তৃণমূল ভোটাররা জানান, মূলত ভোটের লড়াই হবে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শাহাজাহানের মেঝ ছেলে জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আরাফাত (প্রতীক আনারস) ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ বর্তমান পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চুর হোন্ডা প্রতীকে।

পাশাপাশি বিএনপি সমর্থিত প্রার্থী বলে পরিচিত ঘোড়া প্রতীকের মোশাররফ হোসেন মশু পোষ্টার সাঁটানোসহ লিফলেট বিতরণ করলেও অপর চেয়ারম্যান প্রার্থী ফয়েজ বক্স বাবুলের (দোয়াত কলম) পোষ্টার লিফলেট বিতরণ বা প্রচারনায় অংশগ্রহণ নেই বললেই চলে।

এ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে রয়েছেন পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌরসভার চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আলী আকবরের ছেলে মোঃ কামরুল বিএসসি (প্রতীক টিউবওয়েল), রামগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির (বিআরডিবি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ভূইয়া সুমন (প্রতীক চশমা), সাবেক ছাত্রলীগ নেতা সোহেল রানা (প্রতীক তালা)।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদ ভাইস মহিলা চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী (প্রতীক পদ্মফুল), আমেনা আক্তার বিথি (প্রতীক কলস), রোকসানা সামসুদ্দিন (প্রতীক হাঁস) ও সামসেদ আক্তার (প্রতীক ফুটবল) নিয়ে মাঠঘাঁট চষে বেড়াচ্ছেন।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

২১মে রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন: শান্তিপূর্ণভাবেই চলছে প্রার্থীদের প্রচার প্রচারনা

আপডেট সময় : ১২:৫৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যতই দিন গড়াচ্ছে ততই জমে উঠেছে রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন। চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জনসহ ভোটের মাঠে রয়েছেন ১১ প্রতিদ্বন্ধী প্রার্থী।

দলীয় প্রতীকবিহীন নির্বাচন প্রার্থীদের জন্য কিছুটা বিভ্রতকর হলেও খুশি ভোটাররা। ভোটাররা চান, এ নির্বাচনে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার সর্বশেষ চেষ্টা অব্যাহত রাখার।

প্রার্থীরাও ভোটারদের বাড়ী বাড়ী দ্বারে দ্বারে যাওয়ার কারনে ভোটারদের মাঝে ভিন্নরকম আমেজ বিরাজ করছে বলে জানান উপজেলার বেশ কয়েকজন ভোটার।

নাওয়া খাওয়া ও ঘুম ভুলে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে প্রার্থীদের গণসংযোগ। দুপুর থেকে শুরু হয় ব্যাপক প্রচার প্রচারনা। প্রার্থীদের পক্ষে মাইকযোগে গান ও সুরের মুচ্ছনায় শহরবাসী কিছুটা বিরক্ত হলেও গ্রামের লোকজনের মাঝে নির্বাচনকে ঘিরে দেখা দিয়েছে উৎসাহের আমেজ।

রাইসুল আসাদ, রহিম মিয়া জানান, জাতীয় সংসদ নির্বাচনে আমাদের পছন্দের প্রার্থীর পক্ষে কাজ করতে গিয়ে বিভিন্ন হয়রানির শিকার হয়েছি। এ নির্বাচনে দলমত নির্বিশেষে উপজেলা পর্যায়ের বেশ কিছু নেতার আন্তরিক অংশগ্রহণে আমরাও মাঠে নেমেছি। আশা করছি আমরা জয়ী হবো। এক প্রশ্নের জবাবে তারা জানান, আমরা আশা করছি প্রশাসন ও পুলিশের আন্তরিকতায় একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আমরা দেখবো।

রামগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, আগামী ২১ মে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন। ১০২ ভোট কেন্দ্রে ২লাখ ৬৪হাজার ৬২৮জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

একটি পৌরসভা ও ১০টি ইউনিয়নের ১লাখ ৩৬হাজার ৬১০ জন পুরুষ ও ১লাখ ২৮ হাজার ১৮ জন মহিলা ভোটার রয়েছেন এ উপজেলায়।

এ নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আরাফাত (আনারস), উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু (হোন্ডা-মোটরসাইকেল) মোশাররফ হোসেন মশু (ঘোড়া) ও ফয়েজ বক্স বাবুল (দোয়াত-কলম)সহ ৪জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্ধী করছেন।

তবে তৃণমূল ভোটাররা জানান, মূলত ভোটের লড়াই হবে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শাহাজাহানের মেঝ ছেলে জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আরাফাত (প্রতীক আনারস) ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ বর্তমান পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চুর হোন্ডা প্রতীকে।

পাশাপাশি বিএনপি সমর্থিত প্রার্থী বলে পরিচিত ঘোড়া প্রতীকের মোশাররফ হোসেন মশু পোষ্টার সাঁটানোসহ লিফলেট বিতরণ করলেও অপর চেয়ারম্যান প্রার্থী ফয়েজ বক্স বাবুলের (দোয়াত কলম) পোষ্টার লিফলেট বিতরণ বা প্রচারনায় অংশগ্রহণ নেই বললেই চলে।

এ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে রয়েছেন পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌরসভার চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আলী আকবরের ছেলে মোঃ কামরুল বিএসসি (প্রতীক টিউবওয়েল), রামগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির (বিআরডিবি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ভূইয়া সুমন (প্রতীক চশমা), সাবেক ছাত্রলীগ নেতা সোহেল রানা (প্রতীক তালা)।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদ ভাইস মহিলা চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী (প্রতীক পদ্মফুল), আমেনা আক্তার বিথি (প্রতীক কলস), রোকসানা সামসুদ্দিন (প্রতীক হাঁস) ও সামসেদ আক্তার (প্রতীক ফুটবল) নিয়ে মাঠঘাঁট চষে বেড়াচ্ছেন।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন