আসন্ন ২৯ মে কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে টেলিফোন প্রতীকের প্রার্থী ও পৌর যুবলীগের সভাপতি মাহবুব আলমের সমর্থনে ভোট চেয়ে মিছিল, গণসংযোগ ও পথসভা করেছেন কড়ইয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আব্দুস সালাম সওদাগর।
আজ বৃহস্পতিবার বিকালে কড়ইয়া ইউনিয়নের নলুয়া ও দৌলতপুর এলাকায় এই গণসংযোগ করেন। গণসংযোগ শেষে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি নলুয়া বাজার হয়ে দৌলতপুর, পূর্ব সাহেদাপুর ও পশ্চিম সাহেদাপুর হয়ে নলুয়া শিশু সনদ সামনে এসে পথসভায় মিলিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন, কড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সওদাগর, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলী আকবর শেঠ, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. এনামুল হক মিন্টু, কড়ইয়া ইউপি প্যানেল চেয়ারম্যান মিন্টু মিয়া, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক জসিম উদ্দিন, কচুয়া সদর দক্ষিণ সাবেক ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন লিটন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক শুকুর আলম মৃধা, কচুয়া পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন ও ইউপি সদস্য মোজাম্মেল হোসেন প্রমুখ। গণসংযোগ ও পথসভায় অংশ নেন ইউপি সদস্য আব্দুল হান্নান, সফিউল্লাহ, আবুল হাসেম, আব্দুল জলিল, মো. সেলিম মিয়া, বশির উল্লাহ, যুবলীগ নেতা মুরাদ হোসেন, সুমন হোসেন, কামরুল হাসান, মোহাম্মদ এলিন, কাউছার আলম রাজু সহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিপুল সংখ্যাক নেতাকর্মী। উক্ত পথসভায় সঞ্চালনা করেন- ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সুমন মিয়াজী।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না