মতলব (উত্তর) সংবাদদাতা
চাঁদপুরে মতলব উত্তর উপজেলায় দারুল উলূম হোসাইনীয়া কমপ্লেক্স সাড়ে পাঁচানীর উদ্যোগে ইসলাহি মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বাদ আসর থেকে মধ্যরাত পর্যন্ত নগরীর সাড়ে পাঁচানী হোসাইনীয়া ফাজিল মাদরাসা মাঠে মাহফিলটি অনুষ্ঠিত হয়।
মাহফিলে বয়ান করেন, উজানীর পীর হাযরাতুল আল্লাম মাওলানা আশেকে এলাহী, ঢাকার যাত্রাবাড়ি জামিয়া মাহমুদিয়া মাদ্রাসার প্রধান মুফতি হাযরাতুল আল্লাম মুফতি রেজাউল কারীম আবরার, ফেনীর জামিয়া হোসাইনীয়া মাদরাসা মুহাদ্দিস হাযরাতুল আল্লাম মাওলানা আবুল কাশেম ও চাটখিলের হাযরাতুল আল্লাম মুফতি ইব্রাহীম।
মাহফিলে সভাপতিত্ব করেন, দারুল উলূম হোসাইনীয়া কমপ্লেক্স সাড়ে পাঁচানীর পরিচালক ও সাড়ে পাঁচানী হোসাইনীয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা রেবাত উল্লাহ।
উজানীর পীর হাযরাতুল আল্লাম মাওলানা আশেকে এলাহী বলেন, শুধু দৃশ্যমান ধারণ নয়, ইসলামকে মনেপ্রাণে অনুসরণ ও চর্চা করতে হবে। অনৈতিক ও মূল্যবোধহীন কর্মকাণ্ডে লিপ্ত হওয়া, অপরকে ঠকানোর জন্য নিজেকে ব্যস্ত রাখা, অপ্রয়োজনে অপরের সমালোচনা করা, অকল্যাণকর কাজে নিজেকে নিয়োজিত করা ইসলামের বার্তা নয়। সম্মিলিতভাবে ইসলামের মৌলিক জায়গা ধারণ করতে হবে। ধ্যানে, মনে, চিন্তা-চেতনায় সততা, নৈতিকতা ও মূল্যবোধের বিনিয়োগ করতে হবে।
ইসলামকে একটি পরিপূর্ণ জীবনবিধান উল্লেখ করে তিনি বলেন, ইসলামের মৌলিক ভিত্তি পবিত্র কোরআন। কোরআন যারা বুকে ধারণ করে, বিশ্বাস করে, লালন করে এবং চর্চা করে তারা পরিপূর্ণ জীবন যাপন করতে পারে। এজন্য ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে।
এমএএইচ
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না