পাটাবুগা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির ‘পরিচিতি সভা’ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:০৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
- / ১৬৬
জামালপুরের সরিষাবাড়ীতে পাটাবুগা দাখিল মাদ্রাসার ‘ম্যানেজিং কমিটি’র প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পাটাবুগা গ্রামে স্থাপিত মাদ্রাসার মাঠে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার নবনির্বাচিত সভাপতি বদিউজ্জামান বিপুল এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম রফিক।
আরো বক্তব্য রাখেন, মাদ্রাসার সুপার আইয়ুব আলী, সহকারি শিক্ষক মামুন-রশিদ, পৌর ৩নং ওয়ার্ড আ.লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মো. আব্দুল্লাহ প্রমুখ।
মাদ্রাসার নবনির্বাচিত সভাপতি বদিউজ্জামান বিপুল বক্তব্যে বলেন, ‘আগামী দুই বছর সততার সাথে এই প্রতিষ্ঠান পরিচালনা করা হবে। স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রশিদ স্যারের প্রতি আমি চিরকৃতজ্ঞ। তার সহযোগীতায় প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব পেয়েছি। এমপি মহোদয়ে পরামর্শ মোতাবেগ প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালিত হবে।
ছাত্রলীগ নেতা ইব্রাহিম শেখ (ডলার) এর সঞ্চালনায় অনুষ্ঠানে মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য; গত ৪ এপ্রিল মাদ্রাসার শিক্ষাবোর্ড কমিটি গঠনের অনুমিত প্রদান করেন। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন পৌর ৩নং ওয়ার্ড আ.লীগের সাধারন সম্পাদক বদিউজ্জামান বিপুল, সম্পাদক হিসেবে সুপার আইয়ুব আলী, শিক্ষক প্রতিনিধি মো. রমজান আলী, অভিভাবক সদস্য হিসেবে মো. জহুরুল ইসলাম।