কথা-কাটাকাটি জেরে, ভাড়াটিয়া পরিবারকে হত্যার চেষ্টা, নারী-বৃদ্ধসহ আহত-৬
- আপডেট সময় : ০৯:০২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
- / ১২৫
গাজীপুর মহানগরীর পূবাইল ৪২ নং ওয়ার্ডে বাচ্চা নিয়ে কথা-কাটাকাটির জেরে এক ভাড়াটিয়া পরিবারকে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে বাড়িওয়ালী ও তার পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় নারী বৃদ্ধসহ ছয়জন আহত হয়েছে।
বুধবার (১৫ই মে) রাতে এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের প্রধান মো. মুজিবুর মুন্সি বাদী হয়ে পূবাইল থানায় অভিযোগ দিয়েছেন।এর আগে একইদিন দুপুরে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, মাদারীপুর জেলার শিবচর থানার চরকামারকান্দি গ্রামের মৃত হাসেন মুন্সির ছেলে মো. মজিবর মুন্সি (৬০)তার স্ত্রী পারুল(৪৮), তার ছেলে মাজেদুল হাসান (২৭) মেহেদী হাসান (৩০)তার মেয়ে মনিকা (২৬) ও তার নাতনি বুসরা (১৪)।বর্তমানে তারা নেছার উদ্দিন ওরফে মিশরের বাড়ির ভাড়াটিয়া।
অভিযোগ সূত্রে জানা গেছে, পূবাইল থানাধীন পদ-হারবাইদ কালুর মার্কেট এলাকার নেছার উদ্দিন ওরফে মিশরের বাড়িতে প্রায় চার মাস ধরে পরিবার নিয়ে ভাড়া থাকেন মোঃ মজিবর মুন্সি। তার নাতনি বুশরা (১৪)কে প্রায় উক্ত্যক্ত করেন বাড়িওয়ালার ছেলে ইসমাইল।
এ বিষয়ে নাতনি তার পরিবার কে জানায় পরিবাবারের লোকজন বিষয়টি বাড়িওয়ালা (মিশর) কে জানালে সে তার ছেলে ইসমাইল কে শাসন করে পরবর্তীতে ইসমাইল রেগে গিয়ে তার মা খোয়ারা খাতুন (৫০) ইয়ামিন (২২) মো. অপু (৩৫)শুভ (৩০) সজল (৩২) তোফায়েল (৩৫) শিলা আক্তার (২৭) সহ অজ্ঞাত ১০/১২জন আমার পরিবারের সদস্যদের উদ্দেশ্যে করে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং রুমে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে বাঁশের লাঠি, লোহার রড ও দেশীয় অস্ত্রনিয়ে অতর্কিত হামলা ও লুটপাট চালিয়ে ক্ষতিসাধন করে। এ সময় মজিবুরের মেয়ে ও নাতনি কাজ থেকে স্বর্ণের দুইটি চেইন তার মেয়ের কাপড় বিক্রয়ের নগদ ৪৫,০০০/-টাকা এবং ০২টি টার্চ মোবাইল ও ১টি বাটন ফোন নিয়ে নেয়। তাদের চিৎকারে এলাকবাসী এগিয়ে গেলে সকল বিবাদীগন তাকে সহ তার পরিবারের সদস্যদের প্রাণ নাশের ভয়ভীতি ও হুমকি প্রদর্শণ করে চলে যায়।
বাদী মজিবুর মুন্সি বলেন, ঘটনা স্থলে আমার ছেলে মেহেদী, মাজেদুল, স্ত্রী পারুল, মেয়ে মনিকা ও আমি অসুস্থ্য হলে আমার পরিবারের অন্যান্য লোকজন মেহেদী, মাজেদুল, পারুলকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে এবং মেয়ে মনিকাকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনালের হাসপাতালে চিকিৎসা করান।
এ বিষয়ে বাড়ির মালিক নেছার উদ্দিন ওরফে মিশর বলেন, এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না ঘটনার সময় আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না।
পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।