লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় এবারও এস এস সি পরীক্ষায় শ্রেষ্ঠ বিদ্যাপীঠের মর্যাদা অর্জন করেছে উপজেলার ভোলাকোট ইউনিয়নের লামনগর একাডেমি। বিদ্যালয়টি গত ৭ বছর যাবত শ্রেষ্ঠত্বের ধারা অব্যাহত রেখে চলেছে। ২০২৪ ইং সনে বিদ্যালয় টি হতে ৬৪ জন পরীক্ষা দিয়ে ৯জন জিপিএ ৫ সহ শতভাগ পাশের গৌরব অর্জন করেছে।
১৯৯৪ইং সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই এ পর্যন্ত কৃতিত্বের সাথেই তার সুনাম অক্ষুন্ন রেখে চলেছে। বর্তমান প্রধান শিক্ষক মো.আবুল কালাম আজাদ ২০১৭ সালে অত্র প্রতিষ্ঠানে যোগদানের পর হতে আর পিছু ফিরে তাকাতে হয়নি গত ৭ বছর যাবতই প্রতিষ্ঠানটি উপজেলায় শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখে চলেছে।
গত ২০২০সনে বিদ্যালয়টি হতে ৬১ জন শিক্ষার্থী এস এস সি পরীক্ষায় অংশ গ্রহন করে ১০ জন জিপিএ ৫ সহ শতভাগ পাশ করেছে ২০২১ সনে ১০৪ জন পরীক্ষা দিয়ে ১জন জিপিএ ৫ সহ শতভাগ পাশ করেছে ২০২২ সনে ১১৯ জন পরীক্ষা দিয়ে ২৯ জন জিপিএ ৫ সহ শতভাগ পাশ করেছে, ২০২৩ সনে ৫৬ জন পরীক্ষা দিয়ে ৫ জন জিপিএ ৫ সহ শতভাগ পাশ করেছে, আর এ বছর ২০২৪ সনে ৬৪ জন পরীক্ষা দিয়ে ৯জন জিপিএ ৫সহ শতভাগ পাশ করেছে।
বিদ্যালয় টিতে বর্তমানে ৪৯২ জন শিক্ষার্থী আছে। প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ বলেন বিদ্যালয়টি ১৬ জন শিক্ষকের পদ থাকলেও বর্তমানে ১২ জন শিক্ষক কর্মরত আছে। নতুবা আমাদের ফলাফল আরও ভালো হতো। তারপরও এই সাফল্যে আমি গর্বিত। ভালো ফলাফলের জন্য তিনি শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটি সহ এলাকার শিক্ষানুরাগীদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, বিদ্যালয়টির দক্ষিণ পাশ খোলা তা ছাড়া গেট না থাকার কারনে এলাকার গরু ছাগল অবাধে প্রবেশ করে এমনকি ক্লাস চলাকালীন সময়েও ক্লাসে ঢুকে পড়ে। তাই বিদ্যালয়টির দক্ষিণের বাউন্ডারি ওয়াল ও গেইট জরুরি হয়ে পড়েছে।
বিদ্যালয়টির সহকারী প্রধান শিক্ষক মো. নূরুল আমিন বলেন, এই সাফল্য এলাকাবাসীর। শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম প্রধান শিক্ষকের সার্বক্ষনিক তত্ত্বাবধান, শিক্ষার্থীদের চেষ্টা সব মিলিয়ে আমরা কাঙ্খিত ফলাফল অর্জনে সক্ষম হয়েছি। আশাকরি আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না