যশোরের ঝিকরগাছায় পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) এর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার সময় কৃষ্ণনগরস্থ বনফুল আবাসিক এলাকার কদবানু মহলের ২য় তলার কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) কেএম মামুনুর রশিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার আলহাজ্ব আরব আলী, পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) প্রধান কার্যালয়ের উপ পরিচালক মো. ফিরোজ আল মামুন, ডাঃ মনিরুজ্জামান, ডাঃ ফাতিমা তুজ জোহরা, যশোরের প্রোগ্রামার ম্যানেজার জহিরুল হক, রাজগঞ্জ এরিয়ার সহকারী প্রোগ্রামার আঃ রশিদ, ঝিকরগাছার শাখা ব্যবস্থাপক রাসেল আহমেদ, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ সহ আরো অনেকে।
উল্লেখ্য, উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রায় ৬শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু, গাইনী ও মেডিসিনের উপর চিকিৎসা সেবা, ঔষধ এবং চশমা প্রদান করা হয়।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না