নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে দোয়াত কলমের প্রার্থী আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব। মঙ্গলবার (১৪ মে) দুপুর ১২ টার দিকে উপজেলার মঠেরঘাট এলাকায় রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা করেন তিনি।
রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর আব্দুল আলীমের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীদের যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুল আজীজ, রূপগঞ্জ প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা আলম হোসেন, সাংবাদিক খলিল সিকদার, আহমেদ রাসেল, এ হাই মিলন, নজরুল ইসলাম, নাজমুল হুদা, আশিকুর রহমান হান্নান, আরিফ হাসান আরব, সাইফুল ইসলাম, মাহবুবুল আলম প্রিয়, মো. নুর আলমসহ আরো অনেকে।
এ সময় চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান হাবিব বলেন, আমি যদি আগামী ২১ তারিখ নির্বাচনে জয়ী হতে পারি তাহলে আমার প্রথম কাজ হবে সমাজ থেকে মাদক ও কিশোরগ্যাং মুক্ত করা। বিগত দিনগুলোতে আওয়ামীলীগের রাজনীতি করে গাজী গোলাম দস্তগীরের হাত ধরে রূপগঞ্জে উন্নয়ন করার চেষ্টা করেছি। রূপগঞ্জে ব্যপক উন্নয়ন হয়েছে, যেদিকে উন্নয়ন হয়নি সেগুলো খুজে বের করে উন্নয়নের ছোয়া পৌছাবো। ভালো কাজগুলোতে সাংবাদিকদের সহযোগিতা চান তিনি।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না