গাজীপুরের টঙ্গী ও রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে ৭ ছিনতাইকারীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১ এর অভিযানিক দল।
সোমবার সন্ধ্যায় দুই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭ টি ধারালো ছুরি, ১টি মোবাইল ফোন ও ছিনতাইকৃত ২১শত টাকা উদ্ধার করা হয়।
একই দিন সন্ধ্যার পর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব-১ এর মিডিয়া অফিসার মাহফুজুর রহমান।
আটককৃতরা হলো, শাহ আলম (১৮), হৃদয় হোসেন (২২) রাসেদুল ইসলাম (১৮), সাকিল (২০), রাসেল (২৪), রফিক (২২) ও শেখ ফরিদ (৩৪)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী ও রাজধানীর বিমানবন্দর এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত আসামীদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ধারালো ছুরি, মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃতরা রাজধানী ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে আগত যাত্রীদের ধারালো অস্ত্রের মূখে জিম্মি করে ছিনতাই করেতো। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। রাজধানীসহ আশপাশের এলাকা নিরাপদ রাখতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন এর অভিযান অব্যাহত থাকবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না