জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিনের মুক্তি দাবি জানিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি
- আপডেট সময় : ০৯:৫২:২৮ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪
- / ১১১
দুর্নীতি দমন কমিশন দুদকের মামলায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিনকে কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নিংর্শত মুক্তির দাবি জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির পক্ষে সভাপতি মাজেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসিক ২নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেন।
সোমবার (১৩ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই দাবি জানান তারা।
বিবৃতিতে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, এই সরকার নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিনের সাংগঠনিক দক্ষতা ও জনপ্রিয়তায় ঈর্ষাম্বিত হয়ে তার বিরুদ্বে মিথ্যা ও ভিত্তিহীন দূর্নীতির মামলা সাজিয়ে রাজর্নৈতিকভাবে বিএনপি ও তাকে দূর্বল করতে চাচ্ছে। কিন্তু আমরা বলতে চাই, সরকারের এই হীন চক্রান্ত কোনদিনও সফল হবে না।
তিনি আরো বলেন, জনগণকে সাথে নিয়ে আমরা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এই অবৈধ সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো। সে পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে।