বাগেরহাটের মোরেলগঞ্জে আলম ফরাজি (৩৮) নামে এক যুবকের গলায় রশি পেঁচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ মে) দুপুর ২টার দিকে পুলিশ তার লাশ নিজেদের হেফাজতে নিয়েছে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
আলম ফরাজিকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা চলছে এমন সন্দেহে পুলিশ তার মা রহিমা বেগম (৬৫), ভাই বাদশা ফরাজি (৪৫) ও বোন রেক্সনা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
নিহত আলম ফরাজি নিশানবাড়িয়া ইউনিয়নের ভাষান্দল গ্রামের মৃত আব্দুর রব ফারাজির ছেলে। আলম ফরাজির স্ত্রী ও দু’সন্তান রয়েছে তবে নিহতের স্ত্রীর সাথে তার কোন সম্পর্ক নেই বলে পরিবার জানায়।
নিহতের মা রহিমা বেগম বলেন, তার ছেলে দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিল। পরিবারের সদস্যরা তার পায়ে শিকল দিয়ে বেঁধে রাখতো। রোববার দিবাগত রাত ১টার দিকে আলমকে ঘরের পিছনে একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছিল। আজ বেলা সাড়ে ১০টার দিকে দেখি সে গাছের গোড়ায় বসে আছে। পরে দেখি সে মৃত। তার গলায় একটি রশি পেঁচানো ছিল।
খবর পেয়ে মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন বলেন, আলম ফরাজির মৃত্যুর বিষয়টি রহস্যজনক মনে হওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য তার মা, ভাই ও বোনকে থানায় নেওয়া হয়েছিল এবং জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে, এবং এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না