চাঁদপুরের কচুয়ায় পুলিশের দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় স্বেচ্ছায় হাজিরা দিতে আসলে জামিন নামঞ্জুর করে বিএনপির ও সহযোগী সংগঠনের ৫ নেতাকে শ্রীঘরে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রবিবার (১২ মে) দুপুরে চাঁদপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো.নুরুল আমিন ছিদ্দিকী আসামিদের জামিন নামঞ্জুর করে এই আদেশ দেন।
আসামীরা হলেন, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির প্রধান, সাচার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি পরান, গোহাট উত্তর ইউনিয়ন যুবদল নেতা জাকির হোসেন, সাচার ইউনিয়ন যুবদল আহ্বায়ক মো. রাজ্জাক, বিতারা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রাসেল।
আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৩০ অক্টোবর উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং বিস্ফোরক দ্রব্য হেফাজত রাখার অপরাধে ২৪ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। এই ২৪ আসামির মধ্যে ৬ জন উচ্চ আদালত থেকে জামিন নেওয়ার পর মেয়াদ শেষে আজ স্বেচ্ছায় আদালতে হাজির হন। এর মধ্যে এমরান নামে একজন আসামী পরীক্ষার্থী হওয়ায় তাকে জামিন দেন। বাকি পাঁচজনকে শ্রীঘরে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
আসামী পক্ষের আইনজীবী মাসুদ প্রধানিয়া এসব তথ্য নিশ্চিত করে বলেন, আসামিরা মহামান্য হাইকোর্ট থেকে জামিনে আসে। মহামান্য হাই কোর্টের মেয়াদ শেষ হলে তাদেরকে চাঁদপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না