বোররচরে ঘোড়া প্রতীকের ব্যাপক গণসংযোগ ও পথসভা
- আপডেট সময় : ০৭:১১:০৬ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪
- / ১২০
ময়মনসিংহের সদর উপজেলায় ঘোড়া প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য ও সদ্য সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী আশরাফ হোসাইন উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেছেন।
গণসংযোগকালে তিনি আগামী ২১ মে আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া মার্কায় মূল্যবান ভোট দিয়ে সদর উপজেলাকে একটি আধুনিক-সমৃদ্ধ ও পরিকল্পিত উপজেলা গড়তে সহায়ক হওয়ার আহবান জানিয়ে বলেন, এই সদর হবে বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং পরিচ্ছন্ন উপজেলা ইনশাআল্লাহ। এই লক্ষ্য নিয়ে আপনাদের সবার কাছে দোয়া চাই। আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সদ্য সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন।
শনিবার, ১১ মে দিনব্যাপী উপজেলার বোররচর ইউনিয়নের কাচারী বাজার, মৃধা পাড়া,ফটিয়ার মোড়, তারার বাজার, বৈঠামারী, তিগ্রী পাড়াসহ বিভিন্ন গ্রামেগঞ্জে নির্বাচনী প্রচারণা পথসভায় ও উঠান বৈঠকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
গণসংযোগ কালে তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন সমৃদ্ধ জাতি ও উন্নত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে স্মার্ট বালাদেশ এই শ্লোগানকে সামনে রেখে, আমি আপনাদের সমর্থন দোয়া ও আশীর্বাদ প্রত্যাশী।
ইউনিয়নের কাচারী বাজার ও তারার বাজারে আওয়ামী লীগ নেতাকর্মীদের আয়োজনে পথ সভায় প্রতিপক্ষ প্রার্থীর বিভিন্ন অভিযোগ ও ষড়যন্ত্রের জবারে নিজের সম্পদ প্রসঙ্গে আশরাফ হোসাইন বলেন, আমার এবং আমার পরিবারের যে সম্পত্তি আছে, তার প্রত্যেকটির বিপরীতে অর্থের উৎস-সহ সংশ্লিষ্ট ট্যাক্স ফাইলে যথাযথভাবে উল্লেখ করা আছে। আমার পরিবার তাদের ব্যবসার জন্য এবং আমি নিয়মিতভাবে কর পরিশোধ করে যাচ্ছি। উপজেলা পরিষদ থেকে আমার নেওয়ার মত কিছু নেই বরং আমার বাপ-দাদার থেকে পাওয়া সম্পত্তি দিয়ে এরকম দু-চারটে উপজেলা পরিষদ আমি কিনে নিলেও আমার সম্পদ শেষ হবেনা। আর এখানে ১টি টাকাও উপজেলা পরিষদের দুর্ণীতিতির টাকা নেই, যদি কেউ প্রমান দিতে পারে তাহলে আমি আপনাদের ভোট চাইবো না,যদি কেউ বলতে পারেন আমি চাকরী দেওয়ার কথা বলে অথবা কোন কাজে কেউ আমার কাছে কোন কাজে গিয়ে আমাকে টাকা দিতে হয়েছে -আমাকে আপনার ভোট দেওয়ার দরকার নাই। আমি আপনার পা ধরে ভোট চাইবো না-মনে রাখবেন যারা স্বার্থের জন্য পা ধরে তারা ঘাঁড়েও ধরতে পারে। তিনি বলেন, ব্যক্তিগতভাবে আমি ঘুষ এবং দুর্নীতি পছন্দ করি না, সততার সাথে আছি বিধায় আমার ব্যবসায় মহান আল্লাহ তায়ালা বরকত দান করেছেন।
তিনি বলেন, আজাদ ফুট ওয়্যারের কথা সবাই জানেন, ছোট-বড় সকলের কাছেই আজাদ ফুট ওয়্যার একটা পরিচিত নাম। যদি আমার ব্যবসায় কোন দুর্নীতি -অনিময় থাকতো তাহলে মানুষের কাছে এত পরিচিতি থাকতো না, এর চাহিদাও এত বেশী থাকতো না।
এ সময় তিনি বলেন, সদর উপজেলা আমাদের এবং আমাদের পরবর্তী প্রজন্মের প্রিয় আবাসভূমি এই উপজেলার শান্তি শৃঙ্খলা বজায় রাখা ও এর উন্নয়নের কাজ করা আমাদের সকলের দায়িত্ব। আমাদের সামান্য সচেতনতা এবং একটু সহযোগিতা এই সদর জনগণের একান্ত প্রাপ্য। আসুন দল-মত নির্বিশেষে সকল মনোমালিন্য ভুলে গিয়ে একসাথে গড়ে তুলি সবাই মিলে একটি আধুনিক ও সমৃদ্ধ সদর উপজেলা। সেই লক্ষেই আপনাদের মূল্যবান ভোট ঘোড়া মার্কায় দিবেন এমনটাই প্রত্যাশা করছি।
গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং বিভিন্ন পেশাশ্রেণীর মানুষ ঘোড়া প্রতীকের সমর্থক ও কেন্দ্র দায়িত্বরত নেতৃবৃন্দ।