ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের নলদিঘী গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারের মাঝে তালদিঘী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক (মরহুম) নুরুল হক (হক স্যার) এর পরিবারের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১১ মে) বিকেলে তালদিঘী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক (মরহুম) নুরুল হক (হক স্যার) এর সহধর্মিনী আনোয়ারুন্নাহার, মেয়ে ময়মনসিংহ কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার জিবুন্নাহার জেসমিন, ময়মনসিংহ বিসিক কর্মকর্তা তোয়ারিকুন্নাহার (রোজি), বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আজিজুন্নাহার (লাকী) ও ছেলে ইঞ্জিনিয়ার (বুয়েট) আনোয়ারুল হক (শরিফ) ও ইঞ্জিনিয়ার (বুয়েট) নুরুল আনোয়ার মামুন (শিক্ষক পরিবার) এর উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ক্ষতিগ্রস্তদের বাড়িতে গিয়ে ত্রাণ সামগ্রী তুলে দেন, তালদিঘী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক (মরহুম) নুরুল হক (হক স্যার) এর সহধর্মিনী আনোয়ারুন্নাহার,মেয়ে বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আজিজুন্নাহার (লাকী)।এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।ত্রাণ সামগ্রী মধ্যে ছিল, চাল, ডাল, তৈল, চিনি, আলু, মুড়ি, চিঁড়া, গুর, সাবান, কাপরসহ অন্যান্য সামগ্রী।
উল্লেখ, গত বৃহস্পতিবার (২মে) সন্ধ্যায় ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের নলদিঘী গ্রামে বিদ্যুতের শর্টসার্কেট থেকে আগুন লেগে একাধিক ঘর-বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২৫ লাক্ষ টাকা (মালামাল) ক্ষয়ক্ষতি হয়।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না