নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অ্যাম্বুলেন্সের অক্সিজেনের বোতলে অভিনব কাদায় মাদকদ্রব্য সরবরাহের সময় ৬০হাজার পিস ইয়াবাসহ একজকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন, সোনারগাঁ থানা পুলিশের সেকেন্ড অফিসার পরিদর্শক এসাই পঙ্কজ কান্তি সরকার।
রোববার (১২ মে) দুপুর ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আটকৃত আসামি, কক্সবাজার জেলার টেকনাফ থানার, হোয়াইক্যং এলাকার কামাল উদ্দিন এর ছেলে ইছহাক (২৪)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার এ এসপি শেখ বিল্লাল হোসেন'র দিকনির্দেশনায় সোনারগাঁ থানাধীন ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা অভিযান চালানো হয়। রোববার দুপুর ৩ টার দিকে ৬০ হাজার ইয়াবা সহ একজনকে আটক করে সোনারগাঁ থানা পুলিশের একটি টিম। সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) পঙ্কজ কান্তি সরকারের নেতৃত্বে সহকারী উপপরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম ও চৌকস সঙ্গীয় ফোর্স, সোহাগ, ও ফরিদসহ অভিযানটি পরিচালনা করা হয়।
এ বিষয় সোনার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, অ্যাম্বুলেন্সে রোগী বা লাশ নয়, এর আড়ালে অভিনব কায়দায় অক্সিজেনের বোতলে মাদক রাখা হয়। তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত আছে। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না