মোরেলগঞ্জে বহরবুনিয়া এসবি আদর্শ বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাহনেওয়াজ খানমের পরকিয়া ও অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদ জানিয়ে বহিস্কারের দাবিতে বিক্ষোভ করেছেন বিদ্যালয়ের ছাত্র অভিভাবক ও স্থানীয়রা।
শনিবার (১১ মে) দুপুরে বহরবুনিয়া ইউনিয়নের এস বি বাজার এলাকায় বিদ্যালয়ের সামনে ঘন্টা ব্যপি এ বিক্ষোভ কারেন ছাত্র-ছাত্রী অভিভাবক ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এক পর্যায়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক জাহাঙ্গীর হোসেনসহ শিক্ষকবৃন্দরা এসে বিক্ষোভকারীদের উদভূতকর পরিস্থিতি শান্ত করার জন্য শিক্ষিকার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করেন।
বিক্ষোভকারীরা বলেন, বিদ্যালয়ের শিক্ষিকা শাহনেওয়াজ খানম ও স্থানীয় বাজারের দোকানদার মো. শফিকুল ইসলামের সাথে পরকিয়ায় ও অনৈতিক কর্মকান্ডে শুক্রবার সকালে বাগেরহাট শহরের দশানী এলাকায় একটি বাড়িতে হাতে ধরা পড়ে। ধরে স্থানীয় লোকজন প্রেমিক যুগলকে পুলিশে সোপর্দ করেছে। একজন স্কুল শিক্ষিকার এ ধরনের কর্মকান্ডে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বিনষ্ট হচ্ছে। দুই সন্তানের জননী শাহনেওয়াজ শিক্ষিকের মহান দায়িত্বে থেকেও তার এ ধরনের কর্মকান্ডে প্রতিষ্ঠানের ভাবমূর্তী ক্ষুন্ন হচ্ছে। ইতিপূর্বে এ শিক্ষিকার বিরুদ্ধে এ ধরনের নানাবিধ অভিযোগ উঠলেও বিদ্যালয় কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ করেনি। তারা সংশ্লিষ্ট উর্ধ্বতণ প্রশাসনের প্রতি ওই শিক্ষিকাকে বিদ্যালয় থেকে বহিস্কারসহ দৃষ্টান্ত মূলক বিচারের বাদী জানান।
এ বিষয়ে বহরবুনিয়া এসবি আদর্শ বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। শিক্ষক পরিষদের সভায় রেজুলেশন করে তাকে কারণ দর্শনোর নোটিশ প্রদান করা হবে। উর্ধ্বতণ কর্মকর্তাদের নির্দেশনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথাও জানা তিনি।
এদিকে ওই শিক্ষিকার স্বামী গোলাম কুদ্দুস শেখ বলেন, চাকুরীর সুবাদে ১০দিন পূর্বে স্কুল এলাকায় একটি ভাড়া বাসায় থাকতে শুরু করে স্ত্রী। ওই বাসায় যাওয়ার পূর্বে তার স্ত্রী প্রেমিকা শফিকুলের সাথে ষড়যন্ত্র করে তার বাড়িতে থাকা ৩ লাখ টাকা, স্বর্ণালংকারসহ ৬ লাখ ৩০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। শুক্রবার বাগেরহাটে একটি বাসা থেকে স্থানীয়রা ধরে পুলিশে দেয়। থানা থেকে রাতে তাদেরকে ছেড়ে দিলে তারা আত্মগোপন করে আছে। এ বিষয় তার স্ত্রীর বিরুদ্ধে তিনি মোরেলগঞ্জ থানায় একটি অভিযোগও দায়ের করেছেন। প্রশাসনের কাছে ন্যায় বিচারের দাবি জানান তিনি।
শফিকুল ইসলামের স্ত্রী রিলিয়া খানম বলেন, “আমার স্বামী ওই স্কুল শিক্ষিকার সাথে পরকিয়ায় জড়িয়ে তাকে প্রায়ই নির্যাতন করতো। ওই শিক্ষিকা আমার সংসারটি ভেঙ্গে দিয়েছে, ছেলে মেয়ে নিয়ে পথে বসেছি”। প্রশাসনের কাছে এ ঘটনার বিচার চান তিনি।
শিক্ষিকা শাহনেওয়াজ খানম তার বিরুদ্ধে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ অস্বীকার করে বলেন, বাগেরহাটে তিনি নিজেই থানায় গিয়েছেন। তার পূর্বের স্বামীকে চলতি বছরের মার্চ মাসে তালাক দিয়ে একই সময়ে শফিকুল ইসলামকে রেজিষ্টি করে বিবাহ করেছেন।
এ সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার এস,এম তারেক সুলতান বলেন, বহরবুনিয়ায় এক স্কুল শিক্ষিকার বিরুদ্ধে বিক্ষোভের বিষয়টি তিনি শুনেছেন। এ সংক্রান্ত কোন অভিযোগ পেলে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না