সৌদি আরবের তাবুক স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি অনুমোদন
- আপডেট সময় : ০২:১৮:৩১ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪
- / ১১৩
সৌদি আরবের তাবুক বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে আমিনুল ইসলাম মৃধাকে আহ্বায়ক ও মো. হাসানকে সদস্য সচিব মনোনীত করা হয়।
বৃহস্পতিবার, ৯ই মে বাংলাদেশ আওয়ামী লীগ সৌদি আরব শাখা সভাপতি আলহাজ্ব খলিল মৃধা, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক জসিম কাজীর যৌথ স্বাক্ষরিত আহ্বায়ক কমিটি অনুমোদন হয়।
আহবায়ক কমিটির অন্যরা হলেন, যুগ্ন-আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, মো. জুবাইর, মোহাম্মদ এনায়েত, আলামিন ভূঁইয়া, ওমর ফারুক, মোহাম্মদ জয় হাসান, মোহাম্মদ আরিফ হোসেন, রবিউল হোসেন। সদস্য নির্বাচিত হয়েছেন মোঃ সোহেল, মোহাম্মদ রাফি, মিকাইল হোসেন, হৃদয় শাহ।
আগামী ৯০ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে নেতৃবৃন্দ জানিয়েছেন।
সৌদি আরবের তাবুক শাখা বাংলাদেশ আওয়ামী লীগের নির্দেশ অনুযায়ী সংগঠনকে গতিশীল করতে সম্মেলনের লক্ষ্যে এ আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবনির্বাচিত আহবায়ক ও সদস্য সচিব সহ সকল নেতৃবৃন্দ জানিয়েছেন সকলের সহযোগিতায় নির্দিষ্ট সময়ের মধ্যে সম্মেলন করা হবে।