লক্ষ্মীপুরের রামগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ফরহাদ হোসেন ১৫ নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। ফরহাদ উপজেলার ভোলাকোট ইউনিয়নের লক্ষ্মীধর পাড়া গ্রামের গনাইমিজি বাড়ীর হেল্লাল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ফরহাদ পাশ্ববর্তি বাইসিন্দুর বাজার একটি মোটরসাইকেল গ্যারেজে কাজ করতো। বৃহস্পতিবার দুপুরে ফরহাদ দোকানের গ্রাহকের একটি মোটরসাইকেল নিয়ে বাড়িতে ভাত খেতে আসে।খাওয়া দাওয়া করে ফেরার পথে তার গ্যারেজের অদুরে আনোয়ারের দোকানের সামনে পৌঁছলে ব্রিকফিল্ডের ইটের ট্রলির সাথে সংঘর্ষে সে মারাত্মক আহত হয়।
দ্রুত তাকে চাটখিল সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করে। ঢাকা নেওয়ার পথে সন্ধ্যা সাড়ে ৭ টায় সোনারগাঁও পৌঁছলে গাড়িতেই তার মৃত্যু হয়। এলাকাবাসীর দাবি এসব অবৈধ ট্রলির নীচে চাপা পড়ে প্রতিবছর অনেক লোক মারা যায়। তাই এসব অবৈধ ট্রলি নিষিদ্ধ সহ ট্রলির মালিককে খুঁজে বের করে উপযুক্ত বিচার চাই।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না