শিক্ষা ও মানবকল্যাণে বিশেষ অবদান রাখায় এ্যাওয়ার্ড পেলেন কয়রার প্রধান শিক্ষক আমীর আলী
- আপডেট সময় : ০৯:৫২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪
- / ৫৬২
শিক্ষা ক্ষেত্রে ও মানবকল্যাণে বিশেষ অবদান রাখার জন্য খুলনার কয়রা উপজেলার ঐতিহ্যবাহী ভাগবা এইচ বি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমীর আলী সরদারকে দানবীর হাজী মুহাম্মদ মহসিন গোল্ডেন পিছ এ্যাওয়ার্ড-২০২৪ প্রদান করা হয়েছে।
বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটির আয়োজনে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটির সভাপতি সালাম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহাসচিব মো. শফিক উদ্দিন অপু ।
কর্মজীবনে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য ইতিপূর্বে তিনি খুলনার কয়রা উপজেলার ২০১৬ সালের শ্রেষ্ঠ শিক্ষক প্রধান নির্বাচিত হওয়ার পর শিক্ষা ক্ষেত্রে ও মানবকল্যাণে বিশেষ অবদানের জন্য ২০২২ সালে শেরে-ই বাংলা এ,কে ফজলুল হক পদক, ২০২৩ সালে মাদার তেরেসা এ্যাওয়াড , সাউথ এশিয়ান গোল্ডেন পদক, মানবাধিকার শান্তি পদক পাওয়ার পর আবার ও ২০২৪ সালে শিক্ষা ক্ষেত্রে ও মানবকল্যাণে বিশেষ অবদানের জন্য দানবীর হাজী মুহাম্মদ মহসিন গোল্ডেন পিছ এ্যাওয়ার্ড পেয়েছেন। সফল শিক্ষানুরাগী অবদান রাখার সন্মান প্রাপ্ত প্রধান শিক্ষক জানিয়েছেন, কোন কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পাওয়া বড় কথা নয়। সমাজের মানুষের কল্যাণে নিয়োজিত হলে যে তৃপ্তি পাওয়া যায় এটাই মানবতা। তিনি আরও জানান, প্রতিটি ধর্মই মানুষের কল্যাণে কাজ করার নির্দেশ দিয়েছে। আমি সারাজীবন মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।
তার এই মহতী কর্মকান্ড দেশ এবং জাতির অগ্রগতি ও সমৃদ্ধির পথ উন্মোচনে অতিশয় ভূমিকা রাখবে। তাই তার এ বিষয়ে অবদানের জন্য সমগ্র কয়রার শিক্ষা পরিবারের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।