বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মাকসুদ হোসেন। বুধবার (৮ মে) রাতে উপজেলা পরিষদের মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ।
রিটার্নিং কর্মকর্তা ইস্তাফিজুল হক জানান, ৫৪ টি কেন্দ্রে ভোট গণনা শেষে চেয়ারম্যান পদে মাকসুদ হোসেন সবচেয়ে বেশি ভোট পেয়ে জয়লাভ করেছেন। তিনি পেয়েছেন ২৯ হাজার ৮৭৪টি ভোট। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে এমএ রশিদ পেয়েছেন ১২ হাজার ৬০৮ টি ভোট ও আতাউর রহমান মুকুল পেয়েছেন ১৫ হাজার ৬৫৩ টি ভোট।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না