জাপার কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান হলেন : আব্দুল কাইয়ুম
- আপডেট সময় : ০৭:২৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪
- / ২৬২
জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ময়মনসিংহ আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী, জাতীয় আইনজীবী ফেডারেশন এর সাংগঠনিক সম্পাদক, আইনজীবি সমিতির সাবেক অডিটর ও পল্লীবন্ধুর আদর্শের অনুসারী সৎ যোগ্য, দক্ষ ও নীতীবান জনবান্ধব রাজনীতিবিধ এডভোকেট মো. আব্দুল কাইয়ুমকে।
মঙ্গলবার (৭ মে) এডভোকেট মো. আব্দুল কাইয়ুম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘এটা আমার জন্য নতুন একটা চ্যালেঞ্জ। অনেক বড় দায়িত্ব। ভালো লাগছে খুবই। আমি ছাত্রজীবন থেকেই এই দলে যোগ দিয়েছি। ভালুকা উপজেলা জাপার আহবায়ক হিসাবে দায়িত্ব পালন করছি, গত ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মেহাম্মদ এরশাদ এরশাদ তাকে ভালুকা আসনে মনোয়ন দিয়েছিলেন।
তিনি আরও বলেন, ‘জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত করায় আনন্দিত হয়েছি। এডভোকেট মো. আব্দুল কাইয়ুম ময়মনসিংহের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আনন্দ মোহন কলেজে ছাত্র রাজনীতিতে যুক্ত ছিলেন।
তিনি ময়মনসিংহ জেলা জাপার যুগ্ম-আহবায়ক হিসাবে দায়িত্বে থেকে দলকে বেগম রওশন এরশাদ এমপির নেতৃত্বে তরান্বিত করছেন, এর আগেও জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও দপ্তর সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে দলকে বেগম রওশন এরশাদ এর নেতৃত্বে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে ব্যাপক শ্রম দিয়েছেন।
উল্লেখ্য-গত ৯মার্চ শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনিস্টিউটে জাতীয় পার্টির প্রধানপৃষ্টপোষক ও সাবেক বিরোধীয় দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির নেতৃত্ব জাপার একাংশের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন জাপার কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ।
জাতীয় পার্টির (একাংশ) উক্ত জাতীয় সম্মেলনে চেয়ারম্যান নির্বাচিত হন রওশন এরশাদ। এতে মহাসচিব হিসেবে নির্বাচিত হন কাজী মামুনুর রশীদ। এ ঘোষণার আগে চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি নেন রওশন এরশাদ।
সম্মেলনে পার্টির প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে রওশন এরশাদের নাম ঘোষণা করলে উপস্থিত কাউন্সিলর ও ডেলিকেটরা দুই হাত উঠিয়ে তা সমর্থন জানান।
এরপর দলের অপর প্রেসিডিয়াম সদস্য ফখরুজ্জামান জাহাঙ্গীর দলের অন্যান্য সিনিয়র নেতার নাম ঘোষণা করা হয়। এর মধ্যে কাজী ফিরোজ রশিদকে নির্বাহী চেয়ারম্যান, সৈয়দ আবু হোসেন বাবলা সিনিয়র কো-চেয়ারম্যান এবং সাহিদুর রহমান টেপা, শফিকুল ইসলাম সেন্টু, আল মাহগির শাদ এরশাদ, গোলাম সারোয়ার মিলন ও সুনীল শুভ রায়কে কো-চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়।
এই নাম ঘোষণার পর উপস্থিত কাউন্সিলর ও ডেলিকেটদের কাছে মহাসচিব হিসেবে কাজী মামুনুর রশীদের নাম ঘোষণা করেন গোলাম সারোয়ার মিলন। উপস্থিত সবাই তা সমর্থন করেন।
এদিকে কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে ভাইস চেয়ারম্যান পদে নিয়োগ পাওয়ায় ময়মনসিংহের সৎ, যোগ্য ও কর্মীবান্ধব জাপা নেতা এডভোকেট মো. আব্দুল কাইয়ুম ময়মনসিংহ জেলার পক্ষ থেকে জাপার নবগঠিত কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান সাবেক বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি ও মহাসচিব কাজী মামুনুর রশীদসহ সকল নেতৃবৃন্দকে কৃতজ্ঞতা, ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা জানান এবং একই সাথে আগামী দিনে বেগম রওশন এরশাদ এর নেতৃত্বে জাতীয় পার্টিকে আরো এগিয়ে নিতে দলের সাংগঠনিক ক্ষমতা বৃদ্ধি করে পল্লীবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নের অংশীদার হতে সকলের দোয়া ও সহযোগীতা প্রত্যাশা করেন।