চুয়াডাঙ্গার ডিঙ্গেদাহে স্ত্রীর উপর অভিমান করে স্ত্রীকে ভিডিও কলে রেখে গলাই ফাঁস লাগিয়ে এক আনসার সদস্য আত্মহত্যা করেছে।
রবিবার মাঝরাতে চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ ১৪ আনসার ব্যাটালিয়নের সদর দফতরে কর্মরত দিনাজপুর জেলার সদর উপজেলার জয়দেবপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে সিপাহী আরিফুল ইসলাম (৩৫) স্ত্রীর উপর অভিমান করে ভাড়া বাড়িতে ঘরের দরজা বন্ধ করে স্ত্রীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। রাতেই পুলিশ খবর পেয়ে ঘরের দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।চুয়াডাঙ্গা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট সঞ্জয় চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মহিউল আলম জানায়, আরিফুল পরিবার নিয়ে ডিঙ্গেদাহে ভাড়া বাসায় থাকতেন। তার সহকর্মীরা জানিয়েছে, কয়েকদিন ধরে স্ত্রীর সঙ্গে তার মনোমালিন্য চলছিল। এরপর তার স্ত্রী বাবার বাড়ি গিয়ে আর ফিরে আসেনি। ঘটনার দিন রাতে স্ত্রীকে ভিডিও কল দিয়ে আরিফুল গলায় ফাঁস দেয়।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি শেখ সেকেন্দার আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।পরে দরজা ভেঙ্গে মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয়।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না