রবিউল আলম, গাজীপুর :
গাজীপুর মহানগরীর পূবাইলে জমি সংক্রান্ত বিরোধে চাচা ও তার ছেলেকে ছুরিঘাত করে ও এলোপাথারি আঘাত করে রক্তাক্ত জখম করেছে বলে অভিযোগ উঠেছে আপন ভাতিজা আলামিন হোসেন (৩০) ও তার সহযোগীদের বিরুদ্ধে। আলামিন হোসেন গাজীপুর সিটি কর্পোরেশন ৪১ নং ওয়ার্ড বসুগাও গ্রামের নুরুল ইসলাম নুরুর ছেলে। আহত মজিবর রহমান ও সাব্বির হোসেন নুরুর আপন ভাই ও ভাতিজা।
স্থানীয় সূত্রে ও স্বজনরা জানান, গত ২৯শে মার্চ শুক্রবার বিকেলে নগরীর ৪১ নং ওয়ার্ডের বসুগাও ক্লাব সংলগ্ন এলাকায় জমি নিয়ে পিতা নুরুর সাথে বাকবিতন্ডায় জড়িয়ে যায় পুত্র আলামিন এঅবস্থায় চাচাকে রক্ষা করতে এগিয়ে আসে ভাতিজা সাব্বির তখন আলামিনের হাতে থাকা ছুরি (সুইচগিয়ার) সাব্বির কে মাথায় স্বজোরে আঘাত করে এতে সাব্বির মাটিতে পড়ে গেলে পিতা মজিবর রহমান সস্তানকে বাঁচাতে এগিয়ে এলে তাকে ও রক্তাক্ত জখম করে। পরে তাদের আত্মীয় স্বজনরা উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসা শেষে শনিবার বাড়ি ফিরে মজিবর রহমান বাদী হয়ে পূবাইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত আসামিরা হলেন, নুরুল ইসলামের ছেলে আলামিন, মেঘডুবী সাকিন্থ সাদির ভূঁইয়ার ছেলে ইকবাল ভূঁইয়া ও একই এলাকার ইয়ার খান।
অভিযোগ সূত্রে বাদী জানান, আমাদের জমির সাথে প্রতিপক্ষের বসতবাড়ি হওয়ায় আলামিন প্রতিনিয়ত আমাকে ও আমার পরিবারের সদস্যদের হুমকি দিয়ে আসছে। এমনকি গত ১০ বছর পূর্বে জোরপূর্বক গাছ ও মাটি বিক্রি করে আমার ১ লক্ষ টাকার ক্ষতি করে। আমার ছেলে সাব্বির ন্যায় সঙ্গত প্রতিবাদ করলে মাদকাসক্ত আলামিন আমাকে ও আমার ছেলেকে এভাবে ছুরিঘাত করে মাথায় গুরুতর রক্তাক্ত জখম করে এবং তার সহযোগী ইকবাল ভূঁইয়া ও ইয়ার খান আমাদের মারার কাজে সহযোগিতা করে। বর্তমানে আমরা অত্যান্ত ভয়ে ও আতঙ্ক ঘরে বসবাস করছি।আমি এর সঠিক বিচার চাই।
আলামিনের পিতা বলেন, আমার ছেলে নেশায় আসক্ত সে আমার নিকট হতে অনেক আগেই কিছু জমি জোরপূর্বক নিজের নামে লিখিয়ে নিয়ে পাশের বাড়ির দলিল লেখক আরিফ হোসেন এর নিকট বিক্রি করে।বাকি জমিটুকু আমার শেষ সম্বল তাও নেওয়ার জন্য আমাকে প্রতিনিয়ত হুমকি ও ভয়ভীতি দেখিয়ে আসছে।আমি আপনাদের মাধ্যমে এর সঠিক বিচার চাই।
পূবাইল থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে ইতিমধ্যে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না