ঝিকরগাছায় আম বাগান নষ্ট করার পরও কৃষকের জীবন নাশের হুমকি : থানায় জিডি
- আপডেট সময় : ০৭:২২:০০ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪
- / ৮৯
যশোরের ঝিকরগাছায় আম বাগান নষ্ট করার পরও জীবন নাশের হুমকি দেওয়ায় থানায় লিখিত সাধারণ ডায়েরী (জিডি) দায়ের করেছেন আঃ রাজ্জাক (৫০) নামের এক অসহায় কৃষক। তিনি বাঁকড়া গ্রামের আবদার আলী মোড়লের ছেলে। সে জিডিতে উপজেলার মাটিকুমরা গ্রামের আব্দুর রহমান গাজীর ছেলে আলমগীর হোসেন (৩৭) ও শার্শা উপজেলার বড়বাড়ীয়া গ্রামের আমির ডাক্তারের ছেলে আমিরুল ইসলাম লাল্টু (৪৯) কে বিবাদী করেছেন।
সাধারণ ডায়েরী সূত্রে জানা যায়, বাদী একজন কৃষক। সে মাটিকুমরা গ্রামের মুজিবার রহমান গাজী, হবিবার রহমান গাজী, আব্দুর রহমান গাজীদের পাঁচ বিঘা জমি দুই বছর চুক্তিতে লিচ নিয়ে ১৮বছর যাবৎ আমের চাষ করেন। এ মতবস্থায় গত ২৭এপ্রিল রাত অনু: ১১টার সময় ২নং বিবাদীর নিউ টাটা ব্রিকস্ নামে ইটের ভাটার গরম হাওয়া ছাড়ার কারনে বাদীর উক্ত পাঁচ বিঘা আমের বাগান পূর্ব ও পশ্চিম পার্শ্বের মোট ৬৪ টি গাছের আম ঝরে যায়।
বাদী ঘটনাটি স্থায়ীয় গন্যমান্য ব্যক্তিদের জানাই। পরবর্তীতে গত ০৪ মে রাত অনু: ১০টা ১৬মিনিটের সময় বিবাদীর নাম্বার দিয়ে বাদীর নম্বারে ফোন দিয়ে বাদীকে বলে যে তোর আম গাছের ক্ষতি হয়েছে তা বিভিন্ন লোকজনের নিকট বলাবলি করছিস কোন। বাদীকে উদ্দেশ্য করে বিভিন্ন ধরনের উসকানি মূলক কথাবার্তা সহ অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। তার কথায় প্রতিবাদ সহ গালিগালাজ করিতে নিষেধ করলে বিবাদী ক্ষিপ্ত হয়ে বিভিন্ন প্রকার হুমাকি ধামকি সহ জীবন নাশের হুমকি প্রদান করিয়া ফোন কেটে দেয়। অতঃপর বিবাদীদ্বয় পরবর্তীতে সময় সুযোগ পাইলে বাদীকে খুন জখম করিবে মর্মে হুমকি ধামকি ভয়ভীতি প্রদর্শন করে।
এ মতাবস্থায় বাদী চরম নিরাপত্তা হীনতায় ভুগছে। উক্ত বিষয়কে কেন্দ্র করে বিবাদীদ্বয় যে কোন সময় বাদী সহ বাদীর পরিবারের অন্যান্য সদস্যদের খুন জখমসহ বড় ধরনের ক্ষতি সাধন করিতে পারে মর্মে আমি আশঙ্কাবোধ করে এমতাবস্থায় বিষয়টি সাধারণ ডায়রী করেছেন। জিডি নং ১৮৬, তারিখ ০৫/০৫/২০২৪ইং।
থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া বলেন, আঃ রাজ্জাক নামের এক কৃষক একটি সাধারণ ডায়রী করেছে। ঘটনার বিষয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।